মিয়ানমার উপকূলে নৌযান ডুবে ১৪ রোহিঙ্গার মৃত্যু, বহু নিখোঁজ
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 May 2022 01:31 PM BdST Updated: 24 May 2022 01:46 PM BdST
-
-
কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির। ফাইল ছবি: রয়টার্স
মিয়ানমার উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী একটি নৌযান ডুবে অন্তত ১৪ জন মারা গেছে, নিখোঁজ রয়েছে ৫০ জনেরও বেশি।
গণমাধ্যমের খবর অনুযায়ী, রোববার খারাপ আবহাওয়ার মধ্যে শিশুসহ প্রায় ৯০ জন আরোহী নিয়ে নৌযানটি উল্টে গিয়ে সাগরে ডুবে যায়।
যুক্তরাষ্ট্রের তহবিলে পরিচালিত রেডিও ফ্রি এশিয়া মিয়া্নমারে উপকূলীয় জেলা শ্বে তাং ইয়ানের বাসিন্দাদের উদ্ধৃত করে জানিয়েছে, সাঁতরে তীরে ওঠা ২০ জনেরও বেশি রোহিঙ্গাকে আটক করেছে মিয়ানমারের এরাওয়াদি অঞ্চলের স্থানীয় কর্তৃপক্ষ।
এরাওয়াদি টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বেঁচে যাওয়া ওই রোহিঙ্গাদের ভাষ্য অনুযায়ী, ১৯ মে মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়ে থেকে ওই নৌযানযোগ তারা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল, তারপর দুদিনের মধ্যেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে।

কক্সবাজারের কুতুপালংয়ে রোহিঙ্গা শরণার্থী শিবির। ফাইল ছবি: রয়টার্স
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই নৌদুর্ঘটনার বিষয়ে মন্তব্য জানতে চাইলে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তার মুখপাত্র এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
মিয়ানমারে এখন মাত্র ৬ লাখের মতো রোহিঙ্গা আছে। সেদেশে মুসলিম এই জনগোষ্ঠীকে নাগরিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এবং ২০১৭ সালে সামরিক অভিযানের সময় ‘জাতিগত নির্মূল’ প্রচেষ্টা থেকে রক্ষা পেতে ৭ লাখ ৩০ হাজার রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, এ বছর জানুয়ারি থেকে মের মধ্যে ৬৩০ জন রোহিঙ্গা বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মিয়ানমার থেকে পালানোর চেষ্টা করেছে যাদের ৬০ শতাংশই নারী ও শিশু।
-
মণিপুরে ভূমিধসে ৭ মৃত্যু, ৫৫ নিখোঁজ
-
ভারতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদত্যাগ, পুরনো পথে রাজনীতি
-
ভারতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের পদত্যাগ
-
পেট্রলের জন্য সংগ্রাম, ‘অসম্ভব পরিস্থিতিতে’ লঙ্কানরা
-
ফেইসবুকে বাঙালি শিক্ষার্থী, বেতন পৌনে ২ কোটি রুপি
-
মুম্বাইয়ে চারতলা ভবন ধসে ১৯ জনের মৃত্যু
-
ভারতে মোদীর সমালোচক সাংবাদিককে গ্রেপ্তার
-
কলম্বোতে স্কুল বন্ধ, জ্বালানি বাঁচাতে চলছে ‘ওয়ার্ক ফ্রম হোম’
সর্বাধিক পঠিত
- শিক্ষককে পিটিয়ে খুন: মামলায় জিতুর বয়স ১৬, র্যাব বলছে ১৯
- সিরাজগঞ্জে অস্ত্র হাতে ‘ভাইরাল’ সেই বায়েজিদ পিস্তলসহ গ্রেপ্তার
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- ‘ইউভেন্তুসে বেনজেমা-মদ্রিচের মতোই খেলবে দি মারিয়া’
- মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা
- বান্ধবীর সামনে ‘হিরো হতে’ শিক্ষককে পেটান জিতু
- জর্দার পোটলা নিয়ে হজে, ভোগালেন সহযাত্রীদেরও
- বাঘাইড় বিক্রি করায় সুপার শপকে ৫০ হাজার টাকা জরিমানা
- পাহাড়ে সশস্ত্র দল; এই ‘বম পার্টি’ কারা?