বৈশ্বিক ইস্যুতে বড় ভূমিকা নিতে প্রস্তুত ভারত: জয়শঙ্কর

ভারত বৈশ্বিক নানান বিষয়ে আরও বড় ‍ভূমিকা নিতে প্রস্তুত বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 April 2022, 11:52 AM
Updated : 26 April 2022, 11:52 AM

বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মে অনুমতি মিললে খাদ্য মূল্যস্ফীতি আয়ত্তে আনতে ভারত বেশি গম সরবরাহ করে বিশ্বকে সহায়তা করতে পারে বলেও মঙ্গলবার বলেছেন তিনি।

“বহুপাক্ষিক ক্ষেত্রসহ বড় বড় বৈশ্বিক ইস্যুতে আরও কার্যকরভাবে এগিয়ে আসতে প্রস্তুত ভারত,” ইউক্রেইন যুদ্ধ, চীনের উত্থান ও অন্যান্য ইস্যুতে নয়া দিল্লির অবস্থান নিয়ে ইউরোপ ও এশিয়ার অনেক দেশের মন্ত্রীদের জিজ্ঞাসার জবাবে এক সম্মেলনে জয়শঙ্করা এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেইন ইস্যুতে পশ্চিমাদের ব্যাপক চাপ সত্ত্বেও ভারত এখন পর্যন্ত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের পথে হাঁটেনি, তারা এমনকী মস্কোর কাছ থেকে তেল কেনার পরিমাণও বাড়াচ্ছে।

জয়শঙ্কর জানিয়েছেন, কৃষ্ণ সাগর অঞ্চল থেকে সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে সংকট সৃষ্টি হয়েছে তা মেটাতে ভারত এরই মধ্যে গম রপ্তানি বাড়িয়েছে।

বৈশ্বিক বাণিজ্য নীতি অনুমোদন দিলে রপ্তানি আরও বাড়ানো যেতে পারে, বলেছেন তিনি।