ভারতের হরিয়ানায় খনি এলাকায় ভূমিধসে নিহত ৪

ভারতের হরিয়ানা রাজ্যের একটি খনি এলাকায় ভূমিধসে অন্তত চার জনের মৃত্যু হয়েছে, সেখানে আরও অনেক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2022, 11:49 AM
Updated : 1 Jan 2022, 05:50 PM

শনিবার ভিওয়ানি জেলার তোশাম ব্লকের দাদাম খনি অঞ্চলে ঘটনাটি ঘটেছে পুলিশের বরাতে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

পুলিশ জানিয়েছে, প্রায় ছয়টি আবর্জনাবাহী ট্রাক ও বেশ কয়েকটি মেশিন ভূমিধসে চাপা পড়েছে।

তোশাম থানার পরিদর্শক সুখবির টেলিফোনে পিটিআইকে বলেছেন, “এ ঘটনায় অন্তত চার জন নিহত হয়েছেন।”  

নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের অনেকেই গাড়ির ভেতরে আটকে আছেন বলে ধারণা করা হচ্ছে। ভিওয়ানির জেলা প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে।

জেলা প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার। দ্রুত উদ্ধার কাজ নিশ্চিত করা ও আহতদের তাৎক্ষণিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

রাজ্যটির কৃষিমন্ত্রী জানান, ঘটনাস্থলে চিকিৎসকদের একটি দল উপস্থিত হয়েছে। তিন আহতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

জানা গেছে, খনি এলাকায় পাহাড়ের একটি অংশে বড় ধরনের ফাটল ছিল, সেখানেই ভূমিধসের ঘটনাটি ঘটেছে

ভারতের ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল দাদাম খনি এলাকা ও খানক পাহাড়িতে দুষণের কারণে খনিজ আহরণে নিষেধাজ্ঞা জারি করেছিল। বৃহস্পতিবার দুই মাসের ওই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর শুক্রবার ব্যাপক উদ্যমে কাজ শুরু করা হয়েছিল।