জম্মু-কাশ্মীরে মন্দিরে পদপিষ্ট হয়ে ১২ মৃত্যু

জম্মু ও কাশ্মীরের মাতা বৈষ্ণু দেবী মন্দিরে বিপুল সংখ্যক ভক্তের উপস্থিতিতে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে অন্তত ১২ জনের মৃত্যু ও ১৪ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2022, 04:05 AM
Updated : 1 Jan 2022, 04:05 AM

শনিবার দিবাগত রাতে ত্রিকুটা পাহাড়ের ওপর অবস্থিত মন্দিরের প্রধান মূর্তিঘরের বাইরে এ পদদলনের ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

কর্মকর্তারা বলছেন, নতুন বছরের শুরুতে মাতা বৈষ্ণু দেবীকে প্রণাম করতে মন্দিরে ‍বিপুল সংখ্যক ভক্ত উপস্থিত হয়; এর মধ্যে অনেকে অনুমতিপত্র ছাড়াই মন্দির ভবনে প্রবেশ করেন বলে খবর পাওয়া গেছে।

“পদপিষ্ট হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে; অন্তত ১৪ জন আহত হয়েছ। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে,” বলেছেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং।

আহত কয়েকজনের অবস্থা গুরুতর।   

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনায় শোক জানিয়েছেন; তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন বলে তার কার্যালয় জানিয়েছে।

নিহতদের পরিবারকে দুই লাখ রুপি ও আহতদের ৫০ হাজার রুপি করে সহায়তা দেওয়ার কথাও ঘোষণা করেছে তারা।

মন্দির কর্তৃপক্ষ আহতদের চিকিৎসা খরচ বহন করবে জানিয়ে জম্মু ও কাশ্মীরের লেফটেনেন্ট গভর্নর মনোজ সিনহা নিহতদের পরিবারকে ১০ লাখ রুপি ও আহতদের ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন।