উত্তোলনের সময় স্ট্যান্ড থেকে পতাকা খুলে পড়ল সোনিয়ার হাতে

দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দিল্লির সদরদপ্তরে পতাকা উত্তোলন করতে গিয়ে বিপত্তিতে পড়লেন কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2021, 11:57 AM
Updated : 28 Dec 2021, 12:50 PM

মঙ্গলবার সকালে দলীয় পতাকা উত্তোলন করার সময় স্ট্যান্ড থেকে পতাকা খুলে তার হাতে পড়ে।  

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া এক ভিডিওতে দেখা গেছে, সোনিয়া দড়ি টেনে পতাকা উত্তোলনের চেষ্টা করলেও এক পর্যায়ে দডিটি স্ট্যান্ডে আটকে যায়, পাশে থাকা কংগ্রেসের এক নেতা তৎক্ষণাৎ দড়ি ধরে হেঁচকা টান দিলে মুহূর্তের মধ্যে তেরঙ্গা পতাকাটি খুলে সভাপতির হাতে এসে পড়ে। 

পরে আর পতাকাটি স্ট্যান্ডে না দিয়ে সোনিয়া এবং কংগ্রেস নেতাকর্মীরা চারপাশ থেকে ধরে সেটি মেলে ধরে আনুষ্ঠানিকতা সারেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর এই পতাকা উত্তোলন অনুষ্ঠানে রাহুল গান্ধী, প্রিয়ংকা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি বেনুগোপাল ও পবন বনসালসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে আনন্দবাজার।

সোনিয়াসহ কংগ্রেস নেতাকর্মীরা পতাকা মেলে ধরার পরপরই চারপাশ থেকে স্লোগান ওঠে।

পতাকা স্ট্যান্ড থেকে পড়ে যাওয়ার পরপরই ভিডিওতে এক কর্মীকে ছুটে এসে পরিস্থিতি সামাল দিতে চেষ্টা করতে দেখা যায়। পরে তিনিই খুঁটির দড়িতে তেরঙ্গা পতাকাটি ফের লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন।