রাওয়াতের ‘হেলিকপ্টারের বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তের’ ভিডিও ভাইরাল

তামিল নাড়ুতে দুর্ঘটনায় ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৩ জনের মৃত্যুর পর নীলগিরির কাছ দিয়ে একটি হেলিকপ্টারের উড়ে যাওয়া ও পরে কুয়াশার মধ্যে সেটির মিলিয়ে যাওয়ার ভিডিও ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Dec 2021, 11:18 AM
Updated : 9 Dec 2021, 11:41 AM

বলা হচ্ছে, এটি বিপিন রাওয়াতকে বহন করা এমআই সেভেনটিন হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তের ভিডিও।

নিচে কয়েকজনকে কপ্টারটির দিকে তাকিয়ে থাকতে দেখা যায়; কয়েক মুহূর্ত পরই সেটি মিলিয়ে যায়।

কুয়াশায় অদৃশ্য হয়ে যাওয়ার পর কপ্টারটির আওয়াজও বদলে যায়; কিছু সময় পর শোনা যায় বিকট শব্দ।

এ সময় একজন বলে ওঠেন, “কী হল? ওটা কি পড়ে গেছে, বিধ্বস্ত হয়েছে?”

উত্তরে আরেকজন বলেন, “হ্যাঁ”।

 

ভিডিওটির সত্যতা নিয়ে এখন পর্যন্ত ভারতীয় বিমান বাহিনী কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে এনডিটিভি। 

বুধবার স্থানীয় সময় দুপুরে জেনারেল রাওয়াত, তার স্ত্রী মধুলিকাসহ ১৪ আরোহীর হেলিকপ্টারটি কোইমবাটোরের সুলুর বিমানঘাঁটি থেকে ওয়েলিংটনের দিকে যাচ্ছিল; পথিমধ্যে কুন্নুরের গভীর জঙ্গলে আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং ছাড়া কপ্টারের সব আরোহী নিহত হয় বলে পরে জানায় বিমানবাহিনী। ওয়েলিংটনের একটি হাসপাতালে বরুণের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে; ভারতের বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিধ্বস্ত এমআই সেভেনটিন ভি ফাইভ হেলিকপ্টারটির ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডাটা রেকর্ডারও পাওয়া গেছে। এ ব্ল্যাক বক্স দুর্ঘটনার আগ মুহুর্তের পরিস্থিতি সম্বন্ধে জানাবে, আশা কর্মকর্তাদের।