তথ্য সংশোধন, বিহার-কেরালায় কোভিডে আরও ২৬৮৯ মৃত্যু

ভারতের বিহার ও কেরালা রাজ্য তাদের কোভিড-১৯ এ মৃত্যুর তালিকা সংশোধন করে সেখানে আরও ২ হাজার ৬৮৯ জনের নাম যুক্ত করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2021, 12:33 PM
Updated : 5 Dec 2021, 12:43 PM

এর মধ্যে বিহার যুক্ত করেছে ২ হাজার ৪২৬ জনের নাম, কেরালা ২৬৩ জন।

সংশোধিত এ সংখ্যার সঙ্গে সর্বশেষ ২৪ ঘণ্টার ৯৭ মৃত্যু যোগ হওয়ায় রোববার ভারত একদিনের ব্যবধানেই কোভিডে নতুন ২ হাজার ৭৯৬ মৃত্যুর খবর পেল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

জুলাইয়ের পর থেকে আর কখনো দেশটি একদিনে এত মৃত্যুর খবর জানায়নি।

মহামারী শুরুর পর এখন পর্যন্ত দেশটিতে সরকারি হিসাবেই করোনাভাইরাসে ৪ লাখ ৭৩ হাজার ৩২৬ জনের মৃত্যু হয়েছে; প্রকৃত মৃত্যু এর কয়েকগুণ বলে ধারণা বিশেষজ্ঞদের।

সাম্প্রতিক মাসগুলোতে অবশ্য ভারতের বিভিন্ন রাজ্যকে প্রায়ই তাদের কোভিড মৃত্যু তালিকার সংশোধিত সংখ্যা প্রকাশ করতে দেখা যাচ্ছে।

রোববার স্থানীয় সময় সকালে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া বুলেটিনে দেশটিতে দৈনিক কোভিড শনাক্তের হারও ঊর্ধ্বমুখী দেখা গেছে। রোববার তারা ৮ হাজার ৮৯৫ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি পাওয়ার কথা জানিয়েছে। শনিবার এই সংখ্যা ছিল ৮ হাজার ৬০৩।

গত মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়ার সপ্তাহখানেক পর ভারতেও করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপস্থিতি পাওয়া যায়। এ পর্যন্ত দেশটিতে ৫ জনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে আনন্দবাজার। সর্বশেষ যার দেহে এই ভ্যারিয়েন্টটি পাওয়া গেছে তিনি তানজানিয়া ফেরত বলে জানিয়েছেন দিল্লি স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন।