ওমিক্রন: আফ্রিকার ৭ দেশ থেকে যাওয়া ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা মালদ্বীপের

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ থেকে আফ্রিকার ৭টি দেশ থেকে যাওয়া ভ্রমণকারীদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মালদ্বীপ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Nov 2021, 11:26 AM
Updated : 28 Nov 2021, 11:26 AM

এর ফলে দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, জিম্বাবুয়ে, মোজাম্বিক, নামিবিয়া, লেসোথো ও ই’সোয়াতিনি থেকে যাওয়া ভ্রমণকারীরা ভারত মহাসাগরে অবস্থিত এ দেশটিতে প্রবেশ করতে পারবেন না।

রোববার এক বিবৃতিতে মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞা জারির বিষয়টি জানায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“গত দুই দিনে আফ্রিকার এই ৭টি দেশ থেকে যারা এসেছেন, তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে,” বলা হয়েছে বিবৃতিতে।

শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ আফ্রিকায় শনাক্ত করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনকে ‘উদ্বেগজনক’ শ্রেণিতে তালিকাভুক্ত করেছে।

সতর্কতার অংশ হিসেবে ইউরোপ, আমেরিকা, এশিয়ার অনেক দেশ এরই মধ্যে আফ্রিকার একাধিক দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।

ইসরায়েল বিদেশিদের জন্য সীমান্ত দুই সপ্তাহ বন্ধ রাখার কথাও ভাবছে।

এই সময়ের মধ্যে ভ্যারিয়েন্টটি কতটা সংক্রামক, টিকার সুরক্ষা এড়াতে সক্ষম কিনা- সে বিষয়ক পর্যাপ্ত তথ্য মিলবে বলেও আশা করছেন দেশটির কর্মকর্তারা। সেই তথ্যউপাত্তের ওপর ভিত্তি করে বিধিনিষেধ শিথিল বা কঠোর করার কথা ভাবা যাবে, বলছেন তারা।