রবীন্দ্রনাথ ঠাকুরের ‘যুগল’ বিক্রি হল ৫ লাখ পাউন্ডে

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি যুক্তরাজ্যভিত্তিক একটি নিলাম সংস্থা ৫ লাখ পাউন্ডে (৫ কোটি ৮৬ লাখ টাকা) বিক্রি করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Sept 2021, 08:48 AM
Updated : 23 Sept 2021, 08:49 AM

বুধবার নিলাম সংস্থা ক্রিস্টিজ তাদের ‘সাউথ এশিয়ান মডার্ন অ্যান্ড কনটেমপরারি আর্ট’ বিভাগের‘ নিলামে ছবিটি তুলেছিল। এটির দাম এক থেকে দেড় কোটি টাকা পর্যন্ত উঠতে পারে বলে নিলাম শুরুর আগে ধারণা ছিল তাদের।

শেষ পর্যন্ত আয়োজকদের প্রত্যাশার চেয়েও কয়েকগুণ বেশি দামে ছবিটি বিক্রি হয়।

আনন্দবাজার জানিয়েছে, ২২.৮ ইঞ্চি লম্বা ও ২০ ইঞ্চি চওড়া ছবিটি রবীন্দ্রনাথের আঁকা বেশির ভাগ ছবির তুলনায় আয়তনে কিছুটা বড়। ১৯৩০ সাল বা এর কাছাকাছি সময়ে কবিগুরু ছবিটি এঁকেছিলেন।

ছবিটির কোনো নাম ছিল না। ক্রিস্টিজের সাইটে একে ‘নামহীন (যুগল)’ বলা হয়েছে।

কে বা কারা ছবিটি কিনেছেন, তা জানা যায়নি।

ক্রিস্টিজের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে, ১৯৩০ সালে ইউরোপ ভ্রমণকালে রবীন্দ্রনাথ নিজের আঁকা বেশ কয়েকটি ছবি সঙ্গে নিয়ে গিয়েছিলেন। প্যারিসে সেগুলোর প্রদর্শনীও হয়।

রবীন্দ্রনাথের কাছ থেকেই ছবিটি কিনে নিয়েছিলেন জার্মান দম্পতি ফ্রিডরিখ ও এডিথ অন্দ্রে। তাদের উত্তরসূরিরাই ছবিটি নিলাম সংস্থা ক্রিস্টিজকে দেন।