কাবুল বিমানবন্দরের বাইরে ভিড়ের চাপে ৭ আফগানের মৃত্যু

কাবুল বিমানবন্দরের বাইরে ভিড়ের চাপে ৭ আফগান নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2021, 08:59 AM
Updated : 22 August 2021, 09:52 AM

শনিবার বিমানবন্দরের বাইরে হুড়োহুড়িতে এ মৃত্যুর ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

“বিমানবন্দরের পরিস্থিতি এখনও খুবই চ্যালেঞ্জিং কিন্তু আমরা পরিস্থিতি যতটা পারা যায় নিরাপদ রাখার জন্য সম্ভব সব কিছু করছি,” বলা হয়েছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে।

গত সপ্তাহে তালেবানের হাতে কাবুলের পতনের পর থেকেই আন্তর্জাতিক এই বিমানবন্দরে বিদেশি নাগরিক, কূটনীতিকদের পাশাপাশি দেশ ছেড়ে যেতে ইচ্ছুক আফগানরা ভিড় করছিলেন।

শনিবার বিমানবন্দরের বাইরে লাখ লাখ আফগানের উপস্থিতি তুমুল বিশৃঙ্খল পরিস্থিতির জন্ম দেয় বলে স্কাই নিউজের এক প্রতিবেদক জানিয়েছেন। ভিড়ের ধাক্কায় সামনে থাকা অনেকেই ব্যারিকেডে আঘাত পান।

স্কাই নিউজে দেখানো ফুটেজে দেয়ালের উপর দাঁড়িয়ে থাকা বিদেশি সেনাদেরকে ভিড়ের চাপে আহতদের তুলে নিতে দেখা গেছে। উপস্থিত অনেকের পানিশূন্যতা দূর করতে তারা বোতলের পাশাপাশি হোস পাইপের মাধ্যমেও পানি দিয়েছেন।

“কাবুলে ভিড়ের মধ্যে যে ৭ আফগানের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা,” রোববার দেওয়া বিবৃতিতে এমনটাই বলেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবিসি জানিয়েছে, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর এখনও সাড়ে ৪ হাজারের মতো মার্কিন সেনার নিয়ন্ত্রণে। ৯০০ ব্রিটিশ সেনাও আফগানিস্তান ছেড়ে যাওয়াদের নিরাপত্তা নিশ্চিতে স্থাপনাটি টহল দিচ্ছে।

কাবুলের নিয়ন্ত্রণ নেওয়া তালেবান যোদ্ধারা বিমানবন্দরের বাইরের দিকে বেশ কিছু তল্লাশি পয়েন্ট বসিয়েছে। যে আফগানদের দেশ ছাড়ার প্রয়োজনীয় কাগজপত্র নেই, তাদেরকে বিমানবন্দরে ঢুকতে দিচ্ছে না তারা।

শনিবারের তুলনায় রোববার আফগান বিমানবন্দরের পরিস্থিতি কিছুটা ভালো বলে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তালেবানরা বিমানবন্দরের বাইরে ‘কিছুটা শৃঙ্খলা’ ফিরিয়ে এনেছে বলে জানিয়েছেন অনেক প্রত্যক্ষদর্শী।

বিমানবন্দরে প্রবেশ করতে চাওয়ারা এখন লাইন ধরে অপেক্ষা করতে পারছেন, কোনো হুড়োহুড়ি নেই, বলেছেন তারা।