কান্দাহার বিমানবন্দরে তালেবানের রকেট হামলা, ফ্লাইট স্থগিত

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে তালেবান বিদ্রোহীরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2021, 07:11 AM
Updated : 1 August 2021, 07:11 AM

রোববার বিদ্রোহী গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন, রাতে বিমানবন্দরটি লক্ষ্য করে অন্তত তিনটি রকেট ছুড়েছেন তারা।

আফগানিস্তানের সরকারি বাহিনীগুলোর পরিচালিত বিমান হামলায় বাধা দেওয়ার উদ্দেশ্যে এ হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। 

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমরা কান্দাহার বিমানবন্দরে হামলা চালিয়েছি, কারণ শত্রুরা আমাদের বিরুদ্ধে বিমান হামলা চালাতে এটিকে একটি কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল।” 

আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, রকেট হামলায় বিমানবন্দরটির রানওয়ে আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় কর্তৃপক্ষ সব ফ্লাইট স্থগিত করতে বাধ্য হয়েছে।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর হয়নি বলে ওই কর্মকর্তা জানিয়েছেন।