কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্ত ফের বাড়ল

করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর কিছুটা স্থিতিশীল অবস্থায় আসা ভারতে পরপর দুই দিন দৈনিক শনাক্ত বেড়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2021, 08:47 AM
Updated : 8 July 2021, 08:49 AM

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে, বৃহস্পতিবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে ৪৫ হাজার ৮৯২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর মৃত্যু হয়েছে ৮১৭ জনের।

আগের দিন বুধবারের শনাক্ত রোগীর চেয়ে এ সংখ্যা দুই হাজারের কিছুটা বেশি। মঙ্গলবার ভারতে প্রায় চার মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন রোগী শনাক্ত হওয়ার পর থেকে টানা দুই দিন নতুন রোগীর সংখ্যা বাড়ল।  

দেশটির বেশ কয়েটি রাজ্যে করোনাভাইরাসের ডেল্টা প্লাস সংক্রমণ শনাক্ত হওয়ার মধ্যে আক্রান্তের সংখ্যার এ মৃদু বৃদ্ধি ঘটল।

নতুন আক্রান্তদের নিয়ে ভারতে শনাক্ত মোট করোনাভাইরাস রোগীর সংখ্যা তিন কোটি সাত লাখ নয় হাজার ৫৫৭ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় দেশটি যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে। 

কোভিড-১৯ মহামারীতে মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মোট চার লাখ পাঁচ হাজার ২৮ জনের মৃত্যু হয়েছে।  

টানা ১৭ দিন ধরে ভারতে পজিটিভিটির হার তিন শতাংশের নিচে রয়েছে। এদিন দেশটিতে পজিটিভিটির হার দুই দশমিক ৪২ শতাংশ ছিল।  

৬১ লাখ ২২ হাজারেরও বেশি শনাক্ত রোগী নিয়ে ভারতের রাজ্যগুলোর মধ্যে শীর্ষে আছে মহারাষ্ট্র। এরপর সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কেরালা, কর্নাটক, তামিল নাডু ও অন্ধ্র প্রদেশে।

ডেল্টা প্লাসকে করোনাভাইরাসের ‘উদ্বেগের ধরন’ বলে ঘোষণা করেছে ভারত সরকার। এ পর্যন্ত দেশটির ৩৫টি রাজ্যের ১৭৪টি জেলায় এ ধরনটি শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এসব রাজ্যের মধ্যে মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাব, তেলেঙ্গানা, পশ্চিমবঙ্গ ও গুজরাটে সবচেয়ে বেশি ডেল্টা প্লাস আক্রান্তের সন্ধান পাওয়া গেছে।

জানুয়ারিতে দেশটিতে টিকাদান কার্যক্রম শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৩৬ কোটি ৪৮ লাখেরও বেশি লোক করোনাভাইরাস টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন।