কোভিড-১৯: ভারতে দৈনিক শনাক্ত ও মৃত্যু ফের বাড়ল

ভারতে প্রায় চার মাসের মধ্যে একদিনে সর্বনিম্ন রোগী শনাক্ত হওয়ার পরদিনই শনাক্ত নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 July 2021, 08:17 AM
Updated : 7 July 2021, 08:17 AM

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, বুধবার সকালের আগের ২৪ ঘণ্টায় সেখানে নতুন ৪৩ হাজার ৭৩৩ জন রোগী শনাক্ত হয়েছেন আর একই সময় মৃত্যু হয়েছে ৯৩০ জনের।

আগের দিন মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ৭০৩ জন নতুন রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিল, যা ১১১ দিনের মধ্যে সর্বনিম্ন ছিল। একইদিন ৫৫৩ জনের মৃত্যু হয়েছিল, যা ৫ এপ্রিলের পর থেকে সবচেয়ে কম ছিল।

এতে দেশটিতে এপ্রিলের প্রথম দিকে শুরু হওয়া করোনাভাইরাস সংক্রমণের প্রাণঘাতী দ্বিতীয় ঢেউ অনেকটা স্তিমিত হয়ে এসেছে বলে ধারণা করা হচ্ছিল, কিন্তু একদিন পরই শনাক্ত রোগী ও মৃত্যু সংখ্যা অনেকটা বৃদ্ধি পাওয়ায় কিছুটা শঙ্কা তৈরি হল।

নতুন আক্রান্তদের নিয়ে ভারতে শনাক্ত মোট রোগীর সংখ্যা তিন কোটি ছয় লাখ ৬৩ হাজার ৬৬৫ জনে দাঁড়িয়েছে। শনাক্ত রোগীর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পর বিশ্বে দ্বিতীয় স্থানে আছে দেশটি।

করোনাভাইরাস মহামারীতে মৃতের সংখ্যায় বিশ্বে তৃতীয় স্থানে থাকা দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে চার লাখ চার হাজার ২১১ জনের। চলতি মহামারীতে মৃতের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্র শীর্ষে আছে, ব্রাজিল আছে দ্বিতীয় স্থানে। 

ভারতে সক্রিয় রোগীর সংখ্যা কমে এখন চার লাখ ৫৯ হাজারে দাঁড়িয়েছে। প্রতিদিনই রোগীর সংখ্যা হ্রাস পাচ্ছে। সক্রিয় রোগীর সংখ্যা এখন শনাক্ত মোট রোগীর এক দশমিক পাঁচ শতাংশে নেমে এসেছে।

টানা ৫৫ দিন ধরে দেশটিতে শনাক্ত রোগীর চেয়ে রোগমুক্ত হওয়া লোকের সংখ্যা বেশি হচ্ছে। একনাগাড়ে ১৬ দিন ধরে দৈনিক পজিটিভির হার তিন শতাংশের নিচে রয়েছে।

দেশটিতে করোনাভাইরাস টিকার অন্তত একটি ডোজ পাওয়া লোকের সংখ্যা ৩৬ কোটি ১৩ লাখ ছাড়িয়ে গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।