পাকিস্তানের লাহোরে বিস্ফোরণে নিহত ২, আহত ১৪

পাকিস্তানের লাহোর শহরে একটি বিস্ফোরণে অন্তত দুই জন নিহত ও আরও ১৪ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 10:23 AM
Updated : 23 June 2021, 10:23 AM

বুধবার পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহরটির জোহর টাউনে বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে বলে পুলিশ কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

আবাসিক এলাকায় এ বিস্ফোরণটি গ্যাসের না বোমার কারণে ঘটেছে তা শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তারা।

পাঞ্জাব প্রদেশের রাজধানী শহরটির পুলিশ প্রধান গুলাম মেহমুদ ডাগর বলেছেন, “প্রকৃতপক্ষে কী হয়েছে তার সূত্র পাওয়ার জন্য আমাদের তদন্তকারীরা ও বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডের কর্মকর্তারা কাজ করে যাচ্ছেন।”

টেলিভিশন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ফুটেজে ঘটনাস্থলের আশপাশের বাড়িগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা গেছে। বাড়িগুলোর দেয়ালে ফাটল ধরেছে ও জানালাগুলো ভেঙে পড়েছে।

ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। আহতদের নিকটবর্তী জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শক ইনাম গনি জানিয়েছেন, কর্মকর্তারা ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করে দেখছেন।

তিনি বলেন, “সন্ত্রাস-বিরোধী বিভাগ (সিটিডি) তদন্তের ভার গ্রহণ করেছে। যদি কোনো বোমা ব্যবহৃত হয়ে থাকে তাহলে এটি একটি আত্মঘাতী বোমা হামলা কিনা তারা তা খতিয়ে দেখছে।”

পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের সীমান্তজুড়ে জঙ্গিদের নিরাপদ আস্তানাগুলো গুড়িয়ে দেওয়ার পর তারা আবার নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। কিন্তু লাহোরের মতো শহরগুলোর সাম্প্রতিক এসব সহিংসতা থেকে অনেকটাই মুক্ত ছিল।