কোভিড-১৯: ভারতে শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ছাড়াল

যুক্তরাষ্ট্রের পর বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যায় তিন কোটির উদ্বেগজনক মাইলফলক পার করেছে ভারত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 June 2021, 04:48 AM
Updated : 23 June 2021, 06:02 AM

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, বুধবার সকালের আগের ২৪ ঘন্টায় সেখানে ৫০ হাজার ৮৪৮ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

আগের দিনের চেয়ে ১৯ শতাংশ বেশি রোগী শনাক্ত হওয়ার পর ভারতে সরকারি হিসাবে মোট রোগীর সংখ্যা তিন কোটি ২৮ হাজার ৭০৯ জনে দাঁড়িয়েছে।

তিন কোটি ৩৫ লাখ ৬৪ হাজারেরও বেশি শনাক্ত রোগী নিয়ে আক্রান্তের সংখ্যায় বিশ্বে যুক্তরাষ্ট্র শীর্ষে আছে আর দ্বিতীয় স্থানে আছে ভারত। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৮০ লাখ ৫৪ হাজারের কিছু বেশি।  

একই দিন ভারতে আরও ১৩৫৮ জন রোগীর মৃত্যু হয়েছে, এদের নিয়ে মোট মৃতের সংখ্যা তিন লাখ ৯০ হাজার ৬৬০ জনে দাঁড়িয়েছে। দেশটি কোভিড-১৯ এ মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে।

শেষ ২৪ ঘন্টায় আরও ১৯৩২৭ জন হ্রাস পাওয়ায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৬৪৩১৯৪ জনে দাঁড়িয়েছে। এ দিন রোগ থেকে মুক্তি পাওয়া লোকের সংখ্যা ৬৮৮১৭ জন ছিল। এ নিয়ে টানা ৪১ দিন ধরে দেশটিতে শনাক্ত নতুন রোগীর চেয়ে সুস্থ হওয়া লোকের সংখ্যা বেশি ছিল।

২১ জুন দেশটিতে ৮৮ লাখেরও বেশি লোককে করোনাভাইরাস টিকা দেওয়া হয়েছিল যাকে ‘ঐতিহাসিক মাইলফলক’ বলছে সেখানকার গণমাধ্যম; কিন্তু মঙ্গলবার টিকা পাওয়া লোকের সংখ্যা ৫৩ লাখ ৪০ হাজারে নেমে আসে।

ভারতে প্রথম পাওয়া অতি সংক্রামক ডেল্টা ধরনের নতুন মিউট্যান্ট সংস্করণ ডেল্টা প্লাস নতুন ‘উদ্বেগের কারণ’ হয়ে দাঁড়াচ্ছে বলে দেশটির সরকার সতর্ক করেছে। মহারাষ্ট্র, কেরালা ও মধ্য প্রদেশে ডেল্টা প্লাসে আক্রান্ত ২২ জন রোগী পাওয়া গেছে।

ঝাড়খণ্ডে বিস্তারলাভ করা করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ডেল্টা, আলফা ও কাপ্পার কারণে উদ্বিগ্ন হয়ে আছে রাজ্যটির সরকার। 

ভারতে প্রথম শনাক্ত হওয়া ডেল্টা ও কাপ্পা ধরনের বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাস টিকা কার্যকর বলে দাবি করেছে কোম্পানিটি।  

যুক্তরাষ্ট্রের সীমান্ত অঞ্চল থেকে কোভিড-১৯ নির্মূলের উদ্যোগের ক্ষেত্রে ডেল্টা ধরন এখন সবচেয়ে বড় হুমকি বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি।