কোভিড-১৯: মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের মৃত্যু

করোনাভাইরাস মহামারীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাই মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2021, 07:23 AM
Updated : 15 May 2021, 07:23 AM

মমতার মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মাস খানেক ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, সেখানেই শনিবার সকালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

অসীমের মৃত্যুতে মমতার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় কালী বন্দ্যোপাধ্যায় নামে পরিচিত অসীম কলকাতার কালীঘাটে মমতার সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন।

পারিবারিক সূত্রগুলো স্থানীয় গণমাধ্যকে জানিয়েছে, চিকিৎসা চলাকালীন তার শারীরিক অবস্থা উঠানামা করলেও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকেই অবস্থার অবনতি হতে শুরু করেছিল।

করোনাভাইরাসের নিয়মনীতি মেনে শনিবার দুপুরেই তার শেষকৃত্য হবে বলে জানা গেছে।  

শুক্রবার পশ্চিমবঙ্গে একদিনে সর্বোচ্চ ২০ হাজার ৮৪৬ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এতে রাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৯৪ হাজার ৮০২ জনে দাঁড়িয়েছে। চলতি মহামারীতে রাজ্যটিতে বিশিষ্ট পাঁচ চিকিৎসকসহ ১২ হাজার ৯৯৩ জন মারা গেছেন।