কোভিড-১৯: ভারতে নতুন শনাক্ত প্রায় সাড়ে তিন লাখ, মৃত্যু ৪০০০

করোনাভাইরাস মহামারীর প্রাণঘাতী দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতে দৈনিক বিপুল সংখ্যক নতুন রোগী শনাক্তের ধারা অব্যাহত রয়েছে, টানা তৃতীয় দিনের মতো মৃত্যুর সংখ্যা চার হাজারের ঘরে রয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2021, 04:38 AM
Updated : 14 May 2021, 06:24 AM

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা গেছে, শুক্রবার সকালের আগের ২৪ ঘণ্টায় দেশটিতে তিন লাখ ৪৩ হাজার ১৪৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে আর একই সময় মৃত্যু হয়েছে চার হাজার জনের।

নতুন শনাক্তদের নিয়ে যুক্তরাষ্ট্রের পর কোভিড-১৯ রোগীর সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৪০ লাখ ৪৬ হাজার ৮০৯ জনে দাঁড়িয়েছে।

আর যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর মৃতের সংখ্যায় তৃতীয় স্থানে থাকা ভারতে মোট মৃত্যু দুই লাখ ৬২ হাজার ছাড়িয়েছে।

টানা তিন সপ্তাহ ধরে ভারতে দৈনিক তিন লাখের বেশি করোনাভাইরাস রোগী শনাক্ত হওয়ায় প্রচণ্ড চাপে পড়েছে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা। আতঙ্কজনক এই পরিস্থিতিতে টিকার চাহিদাও বেড়ে গেছে।

এই পর্যায়ে দেশটির সরকার কোভিশিল্ড টিকার প্রথম ও দ্বিতীয় ডোজের মধ্যে বিরতি আরও বাড়িয়ে ৬ থেকে ৮ সপ্তাহের বদলে ১২-১৬ সপ্তাহ করেছে। এই নিয়ে তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো কোভিশিল্ডের দুই ডোজের মধ্যে সময় ব্যবধান বাড়ানো হল বলে জানিয়েছে এনডিটিভি।

এই সিদ্ধান্তে সমালোচনা দেখা দিলেও হোয়াইট হাউসের প্রধান চিকিৎসা উপদেষ্টা ডা. অ্যান্থনী ফাউচির মতো মেডিকেল বিশেষজ্ঞরা এ পদক্ষেপকে ‘যুক্তিসঙ্গত পন্থা’ বলে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার বার্তা সংস্থা এএনআইকে ফাউচি বলেছেন, “ভারতে মতো কঠিন পরিস্থিতিতে যত দ্রুত যত বেশি সম্ভব লোককে টিকা দেওয়ার পথ বের করার চেষ্টা নেওয়া দরকার, তাই আমার বিশ্বাস তা করার জন্য এটি একটি যুক্তিসঙ্গত পন্থা।”   

টিকার ঘাটতি দেখা দেওয়ায় ভারতের অন্ধ্র প্রদেশ, দিল্লি ও কর্নাটক রাজ্য করোনাভাইরাস টিকা সংগ্রহের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে।  

ভারতের কেন্দ্রীয় সরকার ও হায়দ্রাবাদভিত্তিক ভারত বায়োটেক কোভ্যাক্সিনের উৎপাদন বাড়াতে সাহায্য করার জন্য আগ্রহী অন্যান্য কোম্পানিকে আমন্ত্রণ জানানোর আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ভারত সরকারের শীর্ষ স্বাস্থ্য উপদেষ্টা ডা. ভি কে পাল।

বৃহস্পতিবার করোনাভাইরাসকে ‘জীবন্ত সত্তা ও এর বেঁচে থাকার অধিকার আছে’ মন্তব্য করে উত্তরাখণ্ড রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন।

স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “দার্শনিক দিক থেকে দেখলে, করোনাভাইরাসও একটি জীবন্ত সত্তা। আমাদের বাকি সবার মতো এটিরও বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু আমরা (মানুষেরা) আমাদের সবচেয়ে বুদ্ধিমান বলে মনে করি এবং এটিকে নির্মূল করতে চাই। তাই এটি ধারাবাহিকভাবে নিজেকে পরিবর্তন (মিউটেটিং) করে চলছে।”