দুই সপ্তাহের ‘লকডাউন’ দিল তামিল নাড়ু

করোনাভাইরাসে ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ডের পর দুই সপ্তাহের ‘লকডাউন’ ঘোষণা করেছে দেশটির দক্ষিণের রাজ্য তামিল নাড়ু।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2021, 09:08 AM
Updated : 8 May 2021, 09:08 AM

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার থেকে ২৪ মে পর্যন্ত রাজ্যজুড়ে লকডাউন বহাল থাকবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

সেজন্য শনিবার ও রোববার দোকানপাটসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে, যাতে মানুষ লকডাউনের প্রস্তুতি নিতে পারে।

গত শুক্রবার পাশের রাজ্য কর্ণাটকের পক্ষ থেকেও চলাচলের ওপর বিধিনিষেধ আগামী ২৪ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে অক্সিজেন এবং হাসপাতালে শয্যার সংকট ভারতের চিকিৎসা ব্যবস্থাকে খাদের কিনারে ঠেলে দিয়েছে।

শনিবার দেশটিতে প্রথমবারের মতো একদিনে চার হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় চার লাখের বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এক সপ্তাহে চতুর্থবার দেশটিতে দৈনিক শনাক্ত চার লাখ ছাড়াল।

এ নিয়ে ভারতে মোট কোভিড শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ লাখ ২৩ হাজার ৪৪৬। প্রাণহানি হয়েছে ২ লাখ ৩৮ হাজার ২৭০ জনের।

মৃতের সৎকারে হিমশিম খাচ্ছে শ্মশানগুলো। পার্কে কিংবা গাড়ি রাখার খালি জায়গায় চিতা জ্বালিয়ে মৃতদেহ দাহ করা হচ্ছে। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিড- ১৯ সংক্রমণ এবং মৃত্যুর সঠিক সংখ্যা সরকারি হিসেবের চেয়ে অনেক বেশি।