কোভিড-১৯ এ ভারতের সাবেক মন্ত্রীর মৃত্যু

ভারতের বেশ কয়েকটি সরকারের সাবেক মন্ত্রী ও রাষ্ট্রীয় লোক দলের প্রধান অজিত সিং কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2021, 06:36 AM
Updated : 6 May 2021, 06:36 AM

বৃহস্পতিবার সকালে ৯২ বছর বয়সে তিনি মারা যান বলে এক টুইটে জানিয়েছেন তার ছেলে জয়ন্ত চৌধুরি।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ২০ এপ্রিল পরীক্ষায় তার কোভিড-১৯ ধরা পড়েছিল।

ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করা চৌধুরি চরণ সিংয়ের ছেলে অজিত সিং সাত বার পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়েছিল। তিনি ভারতের সাবেক প্রধানমন্ত্রী ভিপি সিং, পিভি নরসিমা রাও, অটল বিহারী বাজপেয়ী ও মনমোহন সিং সরকারের মন্ত্রী ছিলেন।

উত্তর প্রদেশের পশ্চিমাঞ্চলের জাট প্রধান এলাকার প্রতিনিধিত্ব করা এ বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করেছেন।

অজিত সিং ভারতের কৃষকদের মুখপাত্র হিসেবে খ্যাত ছিলেন। 

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারতে বৃহস্পতিবার সকালে আগের ২৪ ঘণ্টায় দৈনিক শনাক্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।