বুথফেরত জরিপ বলছে, পশ্চিমবঙ্গে মমতাই থাকছেন ক্ষমতায়

মহামারীকালে তুমুল উত্তেজনার ভোটে ভারতের পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় টিকে যাচ্ছেন বলে বুথ ফেরত জরিপগুলোর ফলাফলে আভাস দেখা যাচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 April 2021, 02:27 PM
Updated : 29 April 2021, 05:01 PM

পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনে আট পর্বের ভোট বৃহস্পতিবার শেষ হওয়ার পর বুথফেরত জরিপের ফল প্রকাশ হতে শুরু করেছে ভারতের সংবাদ মাধ্যমে।

নির্বাচন কমিশন রোববার ফল প্রকাশ করবে। তার আগে বুথফেরত জরিপের ফল নিয়েই এখন তুমুল আলোচনা চলছে।

পশ্চিমবঙ্গে বিধানসভায় মোট আসন সংখ্যা ২৯৪টি। এর মধ্যে প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনে ভোট হয়নি। কোনো দল ১৪৮ আসনে জিতলেই গড়তে পারবে সরকার।

আনন্দবাজারের (এপিবি-আনন্দ) বুথফেরত জরিপ বলছে, ৪২ শতাংশ ভোট পেয়ে ক্ষমতায় টিকে থাকছে তৃণমূল কংগ্রেস। তারা ১৫২ থেকে ১৬৪টি আসন পেতে যাচ্ছে। আর কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি পেতে যাচ্ছে ১০৯ থেকে ১২১টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেতে পারে ১৪ থেকে ২৫টি আসন।

টাইমস নাউয়ের বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, মমতার দল ১৫৮টি আসনে জিততে চলেছে। তার পেছনে থাকা বিজেপি জিততে যাচ্ছে ১১৫ আসনে। আর বাম-কংগ্রেস জোট পাচ্ছে ১৯ আসন।

এনডিটিভির বুথজরিপেও এগিয়ে রয়েছে জোড়া ফুলের তৃণমূল। এই জরিপে তারা পেতে যাচ্ছে ১৪৯টি আসন। পদ্মফুলের বিজেপি ১১৬ আসনে জিতে রাজ্যে বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে। আর ১৬ আসনে জিততে যাচ্ছে বাম-তৃণমূল জোট।

এবিপি-সিএনএক্সের বুথফেরত জরিপেও ১৫৭ থেকে ১৮৫ আসন নিয়ে তৃণমূলের সরকার গড়ার আভাস মিলছে। এই জরিপ বলছে, বিজেপি পেতে পারে ৯৬-১২৫টি আসন, বাম-কংগ্রেস জোট পেতে পারে ৮ থেকে ১৬ আসন।

পি মার্কসের বুথফেরত জরিপে দেখা যাচ্ছে, তৃণমূল পেতে পারে ১৫২ থেকে ১৭২টি আসন। বিজেপি পেতে পারে ১১২ থেকে ১৩২টি আসন। বাম-কংগ্রেস জোটে পেতে পারে ১০ থেকে ২০টি আসন।

পশ্চিমবঙ্গে ভোটগ্রহণের চিত্র। ফাইল ছবি

সিএনএন নিউজ১৮ এর বুথফেরত জরিপে তৃণমূলকে ১৬২টি আসন দেওয়া হয়েছে। তারা বলছে, বিজেপি পেতে পারে ১১৫টি আসন। আর বাম-কংগ্রেস জোট পেতে পারে ১৫টি আসন। 

ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস ইন্ডিয়ার জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিয়ে বলা হয়েছে, তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৫৬টি আসন, বিজেপি পেতে পারে ১৩৪ থেকে ১৬০টি আসন। এই জরিপ বলছে, ৬৪টি আসনে ভোটের পার্থক্য হতে পারে ২ শতাংশের মতো। 

শুধু রিপাবলিকের বুথফেরত জরিপে তৃণমূল ও বিজেপিকে সমানে-সমান দেখানো হয়েছে। তাদের জরিপ বলছে, তৃণমূল কংগ্রেস পেতে পারে ১২৮ থেকে ১৪৮টি আসন। আর বিজেপি পেতে পারে ১৩৮ থেকে ১৪৮ আসন। বাম-কংগ্রেস জোট পেতে পারে ১১ থেকে ২১টি আসন।

তিন যুগের বাম শাসনের অবসান ঘটিয়ে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসে। ২০১৬ সালের নির্বাচনেও ক্ষমতা ধরে রাখে তৃণমূল।

২০১৬ সালের নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ২১১টি আসন। বিজেপি সেবার জিতেছিল মাত্র ৩টি আসনে। আর কংগ্রেস ৪৪টি এবং বাম ফ্রন্ট ৩২টি আসন জিতেছিল।

তবে বামদের হটিয়ে গত লোকসভা নির্বাচনে দ্বিতীয় স্থানে উঠে আসা বিজেপি এবার মমতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে আসে।

এবারই মমতাকে ক্ষমতা থেকে হটানোর ঘোষণা দিয়ে নামেন বিজেপি নেতারা। মহামারীর মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির শীর্ষ নেতারা বারবার পশ্চিমবঙ্গ সফর করেন।

পশ্চিমবঙ্গের পাশাপাশি আসাম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরি বিধান সভা নির্বাচনের ফলও রোববার প্রকাশ হবে।

বুথফেরত জরিপের ফলাফলে আসামে বিজেপি, কেরালায় বামফ্রন্ট, তামিলনাড়ুতে ডিএমকের জয়ের আভাস দেখা যাচ্ছে।