কোভিড-১৯: ভারতের জনগণের সঙ্গে ইমরান খানের সংহতি প্রকাশ

কোভিড-১৯ এর প্রাণঘাতী দ্বিতীয় ঢেউ মোকাবেলারত ভারতীয় জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2021, 04:01 PM
Updated : 24 April 2021, 04:02 PM

শনিবার এক টুইটার বার্তায় ইমরান বলেন, “একটি বিপজ্জনক কোভিড-১৯ ঢেউয়ের বিরুদ্ধে ভারতবাসীর লড়াইয়ের প্রতি আমাদের সংহতি প্রকাশ করছি। প্রতিবেশি দেশগুলো এবং বিশ্বজুড়ে আক্রান্তদের দ্রুততর সুস্থতার জন্য প্রার্থনা করছি। আমাদের সবাইকে একসঙ্গে বিশ্বজোড়া এই চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করতে হবে।”

মার্চের তৃতীয় সপ্তাহে ইমরান খান করোনাভাইরাসে হন। এখনও আইসোলেশনে আছেন তিনি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও ভারতসহ বিশ্ববাসীর প্রতি মহামারীর এই দুর্যোগ মোকাবেলায় সংহতি প্রকাশ করেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতে শনিবারে করোনাভাইরাসে আক্রান্ত হন ৩,৪৬,৭৮৬ জন; যা এখন পর্যন্ত বিশ্বব্যাপী দৈনিক আক্রান্তের সর্বোচ্চ রেকর্ড। দেশটিতে পূর্বর্তী ২৪ ঘণ্টায় ২৬২৪ জনের মৃত্যু হয়েছে।

মহামারী শুরু হওয়ার পর থেকে ভারতে এ পর্যন্ত এক কোটি ৬৬ লাখ ১০ হাজার ৪৮১ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে এবং করোনাভাইরাসজনিত কারণে মৃত্যু হয়েছে এক লাখ ৮৯ হাজার ৫৪৪ জনের।