রাহুল গান্ধী করোনাভাইরাস পজিটিভ

ভারতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 April 2021, 11:15 AM
Updated : 20 April 2021, 12:38 PM

তবে তার রোগ লক্ষণ মৃদু বলে মঙ্গলবার এক টুইটে ৫০ বছর বয়সী এ নেতা নিজেই জানিয়েছেন, খবর ভারতীয় গণমাধ্যমের।

টুইটারে তিনি লিখেছেন, “মৃদু লক্ষণ দেখা দেওয়ার পর পরীক্ষায় সদ্য আমার কোভিড পজিটিভ এসেছে। সম্প্রতি যারা আমার সংস্পর্শে এসেছেন তারা সবাই অনুগ্রহ করে সুরক্ষা রীতি অনুসরণ করুন এবং নিরাপদ থাকুন।”

এর আগে কংগ্রেসের আরেক শীর্ষ নেতা ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রবল জ্বর নিয়ে সোমবার দিল্লির একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর তার করোনাভাইরাস ধরা পড়ে। কোভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়া ৮৮ বছর বয়সী মনমোহনকে ‘পূর্ব সতর্কতা হিসেবে’ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।     

মনমোহন গত শনিবার কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন। ওই বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীর মতো কংগ্রেসের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

মনমোহনের আক্রান্ত হওয়ার খবরে ‘তার দ্রুত আরোগ্য’ কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা পোস্ট দিয়েছিলেন রাহুল গান্ধী তাদের অন্যতম।