কোভিড-১৯: ভারতে টানা দ্বিতীয় দিন ২ লাখের বেশি রোগী শনাক্ত

প্রাণঘাতী করোনাভাইরাসে প্রায় পৌনে দুই লাখ মানুষের মৃত্যু দেখা ভারতে টানা দ্বিতীয় দিন দুই লাখের বেশি নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 April 2021, 07:05 AM
Updated : 16 April 2021, 07:05 AM

শুক্রবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ২৪ ঘণ্টায় ২ লাখ ১৭ হাজার ৩৫৩ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্তের খবর নিশ্চিত করেছে।

এ নিয়ে গত ৯ দিনে ৮ বার ভারত দৈনিক শনাক্তে আগেরদিনের রেকর্ড ভেঙেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দেশটিতে সরকারি হিসাবেই আক্রান্তের মোট সংখ্যা এক কোটি ৪৩ লাখের কাছাকাছি পৌঁছে গেছে; ৩ কোটি ১০ লাখের বেশি আক্রান্ত নিয়ে এর উপরে আছে কেবল যুক্তরাষ্ট্র।

শুক্রবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে আরও এক হাজার ১৮৫ জনের মৃত্যুর খবরও দেওয়া হয়েছে।

চলতি বছরের শুরুতে ভারতে দৈনিক শনাক্ত কমতে কমতে ১০ হাজারের নিচে নেমে এসেছিল; মার্চ থেকে ওই চিত্র উল্টাতে শুরু করে।

২ এপ্রিল থেকেই দেশটিতে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে।

বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় প্রথমবার ২৪ ঘণ্টায় ২ লাখের বেশি কোভিড-১৯ রোগী শনাক্তের খবর দেয়।

দৈনিক শনাক্ত এক লাখ থেকে দুই লাখে উঠতে যুক্তরাষ্ট্রের যেখানে ২১ দিন লেগেছিল, ভারতের সেখানে লাগে মাত্র ১১ দিন।

সংক্রমণের এ উল্লম্ফনের কারণে দেশটির বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে রোগী উপচে পড়ছে। চিকিৎসা সরঞ্জাম ও অক্সিজেনেরও সংকট দেখা দিয়েছে; কোথাও কোথাও এক শয্যায় দুই রোগীকে রেখে চিকিৎসা দিতে হচ্ছে বলেও খবর পাওয়া যাচ্ছে।