বিরোধীদের বিক্ষোভ, বয়কটের মধ্যেই আস্থা ভোটে জিতলেন ইমরান
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Mar 2021 04:03 PM BdST Updated: 06 Mar 2021 04:03 PM BdST
বিরোধীদের বয়কট ও বিক্ষোভের মধ্যে হওয়া পার্লামেন্টের অধিবেশনে আস্থা ভোটে জিতে নিজের ক্ষমতাকে আরও সুসংহত করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
শনিবারের ভোটে তিনি ১৭৮ জনের সমর্থন নিশ্চিত করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে তার প্রয়োজন ছিল ১৭২ এমপির সমর্থন।
এদিন ইমরান নিজের দল পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই) ছাড়াও এমকিউএম-পি, বেলুচিস্তান আওয়ামী পার্টি, পাকিস্তান মুসলিম লীগ-কায়েদ, গ্র্যান্ড ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স, আওয়ামী মুসলিম লীগ ও জামহুরি ওয়াতান পার্টির এমপিদের ভোট পেয়েছেন বলে জানিয়েছে ডন।
পরে স্পিকার আস্থা ভোটে ইমরানকে জয়ী ঘোষণা করেন।
কয়েকদিন আগে ইসলামাবাদের এক সেনেট আসনে পিটিআই সরকারের অর্থমন্ত্রী হাফিজ শেখ পরাজিত হওয়ার পর ইমরান নিজেই এ আস্থা ভোট চেয়েছিলেন।
বিরোধী দলগুলো এ অধিবেশন বয়কট করেছিল। তাদের ভাষ্য, হাফিজ শেখের পরাজয়ের ভেতর দিয়েই ইমরানের প্রতি অনাস্থা স্পষ্ট।
“পাকিস্তানের জনগণকে ধোঁকা দিতে এই অধিবেশন ডাকা হয়েছিল,” অধিবেশন চলাকালে পার্লামেন্ট ভবনের বাইরে এমনটাই বলেন বিরোধীদলীয় নেতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসি।
পার্লামেন্টের বাইরে বিক্ষোভ ও গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সরকার সমর্থকদের একটি দল বিরোধীদের চারপাশ থেকে ঘিরে ফেলে ও হামলা চালায় বলে স্থানীয় গণমাধ্যমগুলোর ফুটেজে দেখা গেছে।
-
কোভিড-১৯: ভারতে একদিনে রেকর্ড ১৭৬১ মৃত্যু, লকডাউনে বহু শহর
-
রাহুল গান্ধী করোনাভাইরাস পজিটিভ
-
কোভিড- ১৯: প্রাপ্তবয়স্ক সবাইকে টিকা দেবে ভারত
-
গুতেরেসকে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান বানের
-
কোভিড-১৯: দিল্লিতে ৬ দিনের লকডাউন
-
কোভিড-১৯: ভারতে একদিনে শনাক্ত ২ লাখ ৭৩ হাজার, ১৬১৯ মৃত্যু
-
পাকিস্তানে ইসলামি দলের হাতে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য জিম্মি
-
কোভিড-১৯: ভারতে একদিনে ১৫০১ মৃত্যু, আড়াই লাখের বেশি শনাক্ত
-
কোভিড-১৯: ভারতে একদিনে রেকর্ড ১৭৬১ মৃত্যু, লকডাউনে বহু শহর
-
রাহুল গান্ধী করোনাভাইরাস পজিটিভ
-
কোভিড- ১৯: প্রাপ্তবয়স্ক সবাইকে টিকা দেবে ভারত
-
গুতেরেসকে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সরাসরি আলোচনায় যাওয়ার আহ্বান বানের
-
কোভিড-১৯: দিল্লিতে ৬ দিনের লকডাউন
-
কোভিড-১৯: ভারতে একদিনে শনাক্ত ২ লাখ ৭৩ হাজার, ১৬১৯ মৃত্যু
সর্বাধিক পঠিত
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- ছুটি পেয়ে ১০ মাস পর পরিবারের কাছে ওয়াকার
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- চূড়ান্ত টেস্ট স্কোয়াডেও শরিফুল, নেই শুভাগত
- ষষ্ঠবার নির্বাচিত শাদের প্রেসিডেন্ট ‘যুদ্ধক্ষেত্রে’ নিহত
- মামুনুলের রিসোর্টকাণ্ড: সোনারগাঁওয়ের ওসি রফিকুল চাকরিই হারালেন
- ছাত্রদের উসকে দিয়ে ক্ষমতা দখলের চেষ্টায় ছিলেন মামুনুল: পুলিশ
- কোভিড-১৯: আলমগীর হাসপাতালে
- করোনাভাইরাস: চার দিন পর দৈনিক মৃত্যু একশর নিচে নামল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল