ভারতে মিয়ানমারের ১৯ পুলিশের আশ্রয় প্রার্থনা
নিউজ ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Mar 2021 02:33 PM BdST Updated: 04 Mar 2021 10:57 PM BdST
-
সীমান্তে টহলরত মিয়ানমারের সীমান্ত পুলিশের তিন সদস্য। ফাইল ছবি: রয়টার্স
মিয়ানমার পুলিশের ১৯ সদস্য সীমান্ত পার হয়ে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে প্রবেশ করে দেশটিতে আশ্রয় প্রার্থনা করেছেন।
বৃহস্পতিবার ভারতের একজন পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মিয়ানমারের এ পুলিশ সদস্যরা মিজোরামের চাম্পাই ও সেরচিপ জেলা দিয়ে ভারতে প্রবেশ করেছে, জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
“এরকম আরও আসবে বলে মনে হচ্ছে,” বলেছেন তিনি।
১৯ জনের মধ্যে তিনজন বুধবার স্থানীয় সময় বিকালে সেরচিপ দিয়ে ভারতে প্রবেশ করে; কর্তৃপক্ষ এখন তাদের স্বাস্থ্য পরিস্থিতি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন সেরচিপ জেলার পুলিশ সুপার স্টিফেন লালরিনাওমা।
“তারা বলেছে, তারা সামরিক শাসকদের কাছ থেকে নির্দেশ পাচ্ছিল, যা তারা মানতে পারে না। তাই তারা পালিয়েছে,” বলেছেন লালরিনাওমা।
গত মাসে মিয়ানমারের সামরিক বাহিনী ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসিকে (এনএলডি) ক্ষমতাচ্যুত করে দেশটির নিয়ন্ত্রণ নেয়। তারা এনএলডির নেত্রী অং সান সু চি ও অন্যান্য রাজনৈতিক নেতাদের বন্দি করেও রেখেছে।
১ ফেব্রুয়ারির ওই সামরিক অভ্যুত্থানের পর থেকে দেশটিতে অস্থিরতা বিরাজ করছে। গণতন্ত্র পুনর্বহাল ও সু চিসহ অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বিক্ষোভ করছে জনতা। প্রথমদিকে সংযম দেখালেও ক্রমেই সহিংসপন্থায় বিক্ষোভ দমন করার চেষ্টা করছে সামরিক কর্তৃপক্ষ, এতে এখন পর্যন্ত অন্তত ৫০ জন নিহত হয়েছে।
-
কোভিড-১৯: দ্বিতীয় ঢেউয়ে কেন বিপর্যস্ত ভারত
-
কোভিড-১৯: ভারতে দৈনিক মৃত্যু ২০০০ ছাড়াল
-
কোভিড-১৯: ভারতে একদিনে রেকর্ড ১৭৬১ মৃত্যু, লকডাউনে বহু শহর
-
রাহুল গান্ধী করোনাভাইরাস পজিটিভ
-
কোভিড- ১৯: প্রাপ্তবয়স্ক সবাইকে টিকা দেবে ভারত
-
গুতেরেসকে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার আহ্বান বানের
-
কোভিড-১৯: দিল্লিতে ৬ দিনের লকডাউন
-
কোভিড-১৯: ভারতে একদিনে শনাক্ত ২ লাখ ৭৩ হাজার, ১৬১৯ মৃত্যু
সর্বাধিক পঠিত
- তোফায়েল এখন বলছেন, হেফাজত প্রশ্নে তখনই শক্ত হওয়া দরকার ছিল
- সুপার লিগ থেকে সরে দাঁড়াল ইংল্যান্ডের সব দল
- অ্যাস্ট্রাজেনেকা’র কোভিড-১৯ ভ্যাকসিন: রক্ত জমাট বাঁধার সমস্যা ও লক্ষণ
- মিস ইউনিভার্স বাংলাদেশ মিথিলার স্বপ্নভঙ্গ
- এবার মদ্রিচকেও হারাল রিয়াল
- বার্সার ‘সুপার লিগ ভাগ্য’ সদস্যদের হাতে
- শান্তর সেঞ্চুরিতে স্বস্তির সুবাতাস
- ইতালিতে এক বছর পুরানো মাছ রাখার দায়ে বাংলাদেশি দোকান বন্ধ
- তামিমের ব্যাটিং ঝলকে বাংলাদেশের দারুণ সেশন
- টিভি সূচি (বুধবার, ২১ এপ্রিল ২০২১)