আফগানিস্তানে টেলিভিশনের ৩ নারী কর্মীকে গুলি করে হত্যা
নিউজ ডেস্ক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2021 10:09 AM BdST Updated: 03 Mar 2021 10:38 AM BdST
আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি টেলিভিশন স্টেশনের তিন নারী কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।
বিবিসি জানিয়েছে, ১৮ থেকে ২০ বছর বয়সী এ নারীদের পৃথক কিন্তু সমন্বিত দুটি আক্রমণে হত্যা করা হয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে। হামলায় চতুর্থ আরেক নারী গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, তারা নেতৃত্বদানকারী বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে, সে তালেবানের সঙ্গে জড়িত। কিন্তু তালেবান এসব হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
আফগানিস্তানে পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক, এনজিও কর্মী ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের হত্যার একটি ধারা চলছে, এতে দেশজুড়ে শঙ্কা ছড়িয়ে পড়েছে।
যে তিন নারীকে হত্যা করা হয়েছে তারা সম্প্রতি উচ্চ মাধ্যমিক পাস করে বেসরকারি এনিকাস টিভি স্টেশনের ডাবিং বিভাগে কাজ শুরু করেছিলেন বলে জানিয়েছেন এর প্রধান জালমাই লাতিফি।
আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার তথ্য অনুযায়ী, নিহত মুরসাল ওয়াহিদি হেঁটে বাড়িতে ফেরার পথে বন্দুকধারীদের হামলার শিকার হন। অপর দুই জন, যাদের শুধু শাহনাজ ও সাদিয়া বলে শনাক্ত করা হয়েছে, তারাও বাড়িতে ফেরার পথে পৃথক হামলায় নিহত হন।
“তারা সবাই মারা গেছেন। তারা অফিস থেকে হেঁটে বাড়িতে ফেরার সময় তাদের গুলি করা হয়,” বলেছেন লাতিফি।
আহত অপর নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতালের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।
নানগারহার প্রদেশের পুলিশ প্রধান জুমা গুল হেমাত জানিয়েছেন, প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করার পর পুলিশ এখন অন্যান্য হামলাকারীদের ধরার চেষ্টা করছে।
হেমাত বলেন, “পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আমরা তাকে গ্রেপ্তার করি। হামলা চালানোর কথা সে স্বীকার করেছে। সে একজন তালেবান সদস্য।”
এক বছর আগে তালেবানের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের পর আফগানিস্তান থেকে নিজেদের সৈন্যদের প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র, এর মধ্যেই পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ডের একটি ঢেউয়ে আফগানিস্তান বিপর্যস্ত হয়ে পড়েছে, বলছে বিবিসি।
এনিকাস টিভি স্টেশন জানিয়েছে, তারা ১০ নারীকে চাকরি দিয়েছিল, তাদের মধ্যে চার জনকে হত্যা করা হয়েছে। এদের মধ্যে সংবাদ উপস্থাপক মালালাই মাইওয়ান্দকে ডিসেম্বরে গুলি করে হত্যা করা হয়। তথাকথিত ইসলামিক স্টেট মাইওয়ান্দকে হত্যার দায় স্বীকার করেছে।
ফেব্রুয়ারিতে রাজধানী কাবুলে সুপ্রিম কোর্টের দুই নারী বিচারককে গুলি করে হত্যা করা হয়েছিল।
-
ভারতে হাসপাতালে আগুন লেগে ৫ জনের মৃত্যু
-
মিয়ানমারে নববর্ষ উপলক্ষে ২৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি
-
আসিয়ান সম্মেলনে ‘যোগ দেবেন’ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং
-
টানা দ্বিতীয় দিন ২ লাখের বেশি রোগী মিলল ভারতে
-
কোভিড-১৯: ভারতে একদিনে ২ লাখ শনাক্ত, ১১ দিনে দ্বিগুণ
-
ভারতে হাসপাতাল থেকে করোনাভাইরাস টিকার ৩২০ ডোজ গায়েব
-
ভারতে এবার একদিনে ১৮৪৩৭২ শনাক্ত, মৃত্যু হাজারের বেশি
-
নির্বাচনী প্রচারে ২৪ ঘণ্টার জন্য নিষিদ্ধ মমতা
-
ভারতে হাসপাতালে আগুন লেগে ৫ জনের মৃত্যু
-
মিয়ানমারে নববর্ষ উপলক্ষে ২৩ হাজার বন্দিকে সাধারণ ক্ষমায় মুক্তি
-
আসিয়ান সম্মেলনে ‘যোগ দেবেন’ মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং
-
কোভিড-১৯: ভারতে টানা দ্বিতীয় দিন ২ লাখের বেশি রোগী শনাক্ত
-
কোভিড-১৯: ভারতে একদিনে ২ লাখ শনাক্ত, ১১ দিনে দ্বিগুণ
-
ভারতে হাসপাতাল থেকে করোনাভাইরাস টিকার ৩২০ ডোজ গায়েব
সর্বাধিক পঠিত
- বাঁশখালীতে সংঘাত: আন্দোলন চলছিল কয়েক দিন ধরেই
- ১২ মিনিটের ৪ গোলে বার্সার শিরোপা উৎসব
- করোনাভাইরাস: বিশ্বের সর্বোচ্চ ভবনের গায়ে বাংলাদেশির ছবি
- বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, নিহত ৫
- হ্যাটট্রিক, ১২ বলে ৫ উইকেট, অল্পের জন্য হলো না রেকর্ড
- চলে গেলেন চিত্রনায়ক ওয়াসিম
- কোভিড ১৯: সকালে সন্তান জন্ম দিয়ে বিকেলে চিরবিদায় সুলতানার
- দুর্বল প্রতিরোধ ক্ষমতার লাখ লাখ রোগীকে সুরক্ষা দেবে না টিকা
- ভারতের ভিসা পাবেন বাবর আজমরা
- কী ঘটেছে বাঁশখালীতে?