মিয়ানমার: প্রতিবাদকারীদের ২০ বছরের কারাদণ্ডের হুমকি জান্তার

মিয়ানমারের সামরিক জান্তা সারা দেশের অভ্যুত্থান বিরোধী প্রতিবাদকারীদের সতর্ক করে দিয়ে বলেছে, সশস্ত্র বাহিনীকে বাধা দিলে তাদের ২০ বছর পর্যন্ত কারদণ্ড হতে পারে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2021, 11:07 AM
Updated : 15 Feb 2021, 11:07 AM

সামরিক অভ্যুত্থানের নেতাদের প্রতি কেউ মৌখিক বা লিখিত বাক্যের মাধ্যমে বা কোনো সাইন বা দৃশ্যমান কিছু উপস্থাপণের মাধ্যমে ‘ঘৃণা বা অবজ্ঞা’ উস্কে দিলে তাকেও দীর্ঘমেয়াদে কারাদণ্ড ও জরিমানা গুণতে হবে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।

১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের দুই সপ্তাহ পর মিয়ানমারের কয়েকটি শহরে সাঁজোয় যান নামানোর কয়েক ঘণ্টার মধ্যেই আইন সংস্কারের এ ঘোষণা আসে বলে জানিয়েছে বিবিসি।

সোমবার সামরিক বাহিনীর একটি ওয়েবসাইটে পোস্ট করা বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীকে তাদের দায়িত্বপালনে বাধা দেওয়া লোকজনের সাত বছরের কারাদণ্ড হতে পারে, এর পাশাপাশি যারা শঙ্কা বা অস্থিরতা উস্কে দিয়েছেন বলে দেখা যাবে তাদের তিন বছরের কারাদণ্ড হতে পারে।

শহরগুলোর রাস্তায় সাঁজোয়া যান মোতায়েনের পর সোমবার প্রতিবাদে পূর্ববর্তী দিনগুলো থেকে লোক কম ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে যারা ছিলেন তারা ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির মুক্তি ও সামরিক শাসন অবসানের দাবি জানিয়েছেন।

গত কয়েকদিন ধরে দেশটির রাজধানী নেপিডো, বৃহত্তম শহর ইয়াঙ্গন, দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়সহ বহু শহরে হাজার হাজার মানুষ অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ করেছে।   

বিক্ষোভকারীরা অং সান সু চিসহ আটক সব নির্বাচিত নেতার মুক্তি দাবি করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।

আরও পড়ুন: