ভারতে গাড়ি উল্টে যাওয়ার পর ব্যস্ত সড়কে মাছ লুট

ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরের একটি মহাসড়কে মাছ ভর্তি একটি পিকআপ ভ্যান উল্টে যাওয়ার পর লুটপাটের ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2021, 09:15 AM
Updated : 28 Jan 2021, 09:24 AM

বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে নগরীর হাসদ এলাকার কাছে গাড়িটি উল্টে যাওয়ার পর সড়কের ওই অংশে এক ঘণ্টারও বেশি সময় ধরে গাড়ি চলাচল বন্ধ রাখে ট্র্যাফিক পুলিশ।

ভারতীয় গণমাধ্যমে আসা ওই ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ব্যস্ত সড়কের মাঝে অনেক তাজা মাছ ছড়িয়ে আছে, চারপাশে ঘিরে আছে স্থানীয় লোকজন। তাদের মধ্যে কিছু লোক যখন ভিডিও ধারণ করছিল অন্যরা তখন মাছ তুলে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।  

পুলিশ ঘটনাস্থলে আসার পর মাছ লুট বন্ধ হয়। পরে স্থানীয় কয়েকজনের সহায়তায় উল্টানো গাড়িটি সোজা করে তাতে মাছ তুলে দেওয়া হলে ভ্যানটি ফের গন্তব্যের পথে রওনা হয়।