ভারতের ৪ রাজধানী থাকা উচিত: মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের রাজধানী একটির পরিবর্তে চারটি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2021, 02:20 PM
Updated : 23 Jan 2021, 02:29 PM

নেতাজি সুভাস চন্দ্র বসুর ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার কলকাতায় দেওয়া এক ভাষণে মমতা এ দাবি জানান বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

তিনি বলেছেন, “আমি বিশ্বাস করি, ভারতের রাজধানী অবশ্যই চারটি হওয়া উচিত। উত্তর, দক্ষিণ, পূর্ব ও উত্তর-পূর্ব-এই চারটি প্রান্তে চারটি রাজধানী হোক। ঘুরিয়ে ঘুরিয়ে চারটি রাজধানী।”

এই চারটি রাজধানীর মধ্যে একটি কলকাতা হওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

“ইংরেজরা কলকাতা থেকে পুরো দেশ শাসন করেছে। আমাদের দেশে কেন শুধু একটি রাজধানী থাকবে?” বলেছেন তিনি।

দেশের চার রাজধানীর পাশাপাশি পার্লামেন্ট অধিবেশনও ‘ঘুরিয়ে ঘুরিয়ে চার জায়গায়’ করার দাবি তুলেছেন তিনি।

বলেছেন, “ঘুরিয়ে ঘুরিয়ে চার জায়গায় অধিবেশন হোক। আমরা সবার জন্য বলছি। দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনতে হবে। এক নেতা, এক জাতির কী মূল্য আছে?”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রকে আক্রমণ করে মমতা এসব কথা বলেছেন বলে ভারতীয় গণমাধ্যমের ভাষ্য।

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার শ্যামবাজার থেকে রেড রোড পর্যন্ত দীর্ঘ পদযাত্রা করেন মুখ্যমন্ত্রী মমতা। পদযাত্রা শেষে করা বক্তৃতায় তিনি এসব দাবি তোলেন।

মোদী সরকারের বিলুপ্ত করা ‘প্ল্যানিং কমিশন’ ফের চালু করার প্রস্তাবও করেছেন তিনি।

ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে গেছে এমন অভিযোগ করে মমতা বলেন, “নেতাজির ভাবনাপ্রসূত প্ল্যানিং কমিশন তুলে দেওয়া হয়েছে। এখন তৈরি হয়েছে নীতি আয়োগ, এখন আর রাজ্যের সঙ্গে কোনো বিষয়ে আলোচনা করে না কেন্দ্র।

“নীতি আয়োগ ও প্ল্যানিং কমিশন পাশাপাশি থাকতে পারে। কেন্দ্রের উচিত এই প্যানেলের পুনঃপ্রবর্তন করা।” 

তিনি আরও বলেন, “নেতাজি যখন ভারতের জাতীয় সেনাবাহিনী গড়ে তুলেছিলেন, তখন গুজরাট, বাংলা, তামিল নাডুসহ সব জায়গা থেকে সবাইকে নিয়েছিলেন। তিনি ব্রিটিশদের ‘ডিভাইড এন্ড রুল’ নীতির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন।

“আমরা আজাদ হিন্দ মনুমেন্ট তৈরি করবো। কীভাবে এটি করতে হয় আমরা দেখাবো। তারা ভাস্কর্য ও নতুন পার্লামেন্ট কমপ্লেক্স তৈরিতে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে।”