উপহারের টিকা বাংলাদেশের জন্য ভারতের অগ্রাধিকারের প্রকাশ: জয়শঙ্কর
নিজস্ব প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Jan 2021 01:18 PM BdST Updated: 21 Jan 2021 01:18 PM BdST
-
উপহারের টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি এসেছে মুম্বাই থেকে। ছবি: ভারতীয় হাই কমিশন
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তার দেশ ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়, উপহার হিসেবে করোনাভাইরাসের টিকা পাঠানো তারই প্রকাশ।
Related Stories
ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ টিকা বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর পর এক টুইটে তিনি এ মন্তব্য করেন।
তিনি লিখেছেন, “ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, ভ্যাকসিনমৈত্রী সে কথাই পুনর্ব্যক্ত করছে।”
ওই টুইটে দুটি ছবি যুক্ত করে করোনাভাইরাসের টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের ঢাকায় অবতরণের খবরও দেন জয়শঙ্কর।
Touchdown in Dhaka.#VaccineMaitri reaffirms the highest priority accorded by India to relations with Bangladesh. pic.twitter.com/QschnQRGL2
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 21, 2021
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বন্ধুপ্রতীম ছয়টি দেশকে কোভিড-১৯ টিকা উপহার দিচ্ছে ভারত। এর মধ্যে মালদ্বীপে ১ লাখ ডোজ টিকা এবং ভুটানে দেড় লাখ ডোজ টিকা বুধবারই পৌঁছেছে। বাংলাদেশের সঙ্গে নেপালে টিকা পৌঁছেছে বৃহস্পতিবার।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মরিশাসেও টিকা পাঠানোর ইচ্ছা রয়েছে নয়া দিল্লির। ওই সব দেশে টিকাটি ছাড়পত্র পেলেই তা পাঠানো হবে।
বন্ধুপ্রতীম দেশগুলোকে টিকা উপহার দেওয়ার কথা জানিয়ে এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটি টুইট করেন।
সেখানে তিনি বলেন, দীর্ঘদিনের আস্থাভাজন অংশীদারদের প্রয়োজন মেটানোর এই সুযোগ পেয়ে ভারত ‘সম্মানিত’ বোধ করছে।
করোনাভাইরাস মহামারীতে বিশ্ব যখন বিপর্যস্ত, তখন আশা হয়ে এসেছে টিকা। বিশ্বে বিভিন্ন রোগের টিকা তৈরিতে ভারত অগ্রগন্য।
অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা সেরাম ইনস্টিটিউটে উৎপাদনের পাশাপাশি ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকও একটি কোভিড-১৯ টিকা উদ্ভাবন করেছে।
করোনাভাইরাসে আক্রান্তদের হিসেবে বিশ্বে দ্বিতীয় এবং মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারত ইতোমধ্যে দেশে টিকাদান শুরু করেছে।
-
ভারতীয় কোম্পানির তৈরি টিকা নিলেন মোদী
-
ফের বিক্ষোভের প্রস্তুতি মিয়ানমারের প্রতিবাদকারীদের
-
ভারতে লড়াইয়ের সময় মোরগের আঘাতে মালিক নিহত
-
মিয়ানমারে পুলিশের ব্যাপক দমনাভিযান, গ্রেপ্তার ৪৭০
-
দিন দিন ‘নাজুক’ হচ্ছে ভারতের কোভিড পরিস্থিতি
-
অভ্যুত্থানকারীদের থামাতে জাতিসংঘকে ‘ব্যবস্থা নিতে’ অনুরোধ মিয়ানমারের দূতের
-
সু চির সঙ্গে আইনজীবীদের দেখা করার ‘অনুমতি মিলছে না’
-
সাগরে দিকহারা নৌকার ৮১ রোহিঙ্গাকে উদ্ধার করেছে ভারতীয় কোস্টগার্ড
-
ভারতীয় কোম্পানির তৈরি টিকা নিলেন মোদী
-
ফের বিক্ষোভের প্রস্তুতি মিয়ানমারের প্রতিবাদকারীদের
-
ভারতে লড়াইয়ের সময় মোরগের আঘাতে মালিক নিহত
-
মিয়ানমারে পুলিশের ব্যাপক দমনাভিযান, গ্রেপ্তার ৪৭০
-
দিন দিন ‘নাজুক’ হচ্ছে ভারতের কোভিড পরিস্থিতি
-
অভ্যুত্থানকারীদের থামাতে জাতিসংঘকে ‘ব্যবস্থা নিতে’ অনুরোধ মিয়ানমারের দূতের
সর্বাধিক পঠিত
- ফেইসবুকে ‘সেক্স টয়’ বিক্রি, গ্রেপ্তার ৬
- সেভিয়া ম্যাচের আগে বড় ধাক্কা খেল বার্সা
- ৩য়-৪র্থ শ্রেণির নিয়োগ পিএসসিকে নেওয়ার উদ্যোগ নিতে বললেন রাষ্ট্রপতি
- এশিয়া কাপ পেছানোর ভাবনা
- টেস্টে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে রোহিত
- নিউ জিল্যান্ডে যেমন কাটছে মিরাজদের সময়
- সুইস ব্যাংকে কার কত টাকা, জানতে চায় হাই কোর্ট
- মিয়ানমারে বিক্ষোভ দমাতে গুলি, নিহত অন্তত ১৮
- জাতীয় দলের জন্য ‘প্রস্তুত নন’ নারাইন
- অব্যাহতি চেয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব খোকন