উপহারের টিকা বাংলাদেশের জন্য ভারতের অগ্রাধিকারের প্রকাশ: জয়শঙ্কর

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তার দেশ ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়, উপহার হিসেবে করোনাভাইরাসের টিকা পাঠানো তারই প্রকাশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2021, 07:18 AM
Updated : 21 Jan 2021, 07:18 AM

ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ টিকা বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর পর এক টুইটে তিনি এ মন্তব্য করেন।

তিনি লিখেছেন, “ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, ভ্যাকসিনমৈত্রী সে কথাই পুনর্ব্যক্ত করছে।”

ওই টুইটে দুটি ছবি যুক্ত করে করোনাভাইরাসের টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের ঢাকায় অবতরণের খবরও দেন জয়শঙ্কর।

 

বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায় বন্ধুপ্রতীম ছয়টি দেশকে কোভিড-১৯ টিকা উপহার দিচ্ছে ভারত। এর মধ্যে মালদ্বীপে ১ লাখ ডোজ টিকা এবং ভুটানে দেড় লাখ ডোজ টিকা বুধবারই পৌঁছেছে। বাংলাদেশের সঙ্গে নেপালে টিকা পৌঁছেছে বৃহস্পতিবার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মরিশাসেও টিকা পাঠানোর ইচ্ছা রয়েছে নয়া দিল্লির। ওই সব দেশে টিকাটি ছাড়পত্র পেলেই তা পাঠানো হবে।

বন্ধুপ্রতীম দেশগুলোকে টিকা উপহার দেওয়ার কথা জানিয়ে এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একটি টুইট করেন।

সেখানে তিনি বলেন, দীর্ঘদিনের আস্থাভাজন অংশীদারদের প্রয়োজন মেটানোর এই সুযোগ পেয়ে ভারত ‘সম্মানিত’ বোধ করছে।

করোনাভাইরাস মহামারীতে বিশ্ব যখন বিপর্যস্ত, তখন আশা হয়ে এসেছে টিকা। বিশ্বে বিভিন্ন রোগের টিকা তৈরিতে ভারত অগ্রগন্য।

অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার কোভিড-১৯ টিকা সেরাম ইনস্টিটিউটে উৎপাদনের পাশাপাশি ভারতীয় কোম্পানি ভারত বায়োটেকও একটি কোভিড-১৯ টিকা উদ্ভাবন করেছে।

করোনাভাইরাসে আক্রান্তদের হিসেবে বিশ্বে দ্বিতীয় এবং মৃত্যুর তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারত ইতোমধ্যে দেশে টিকাদান শুরু করেছে।