হায়দরাবাদের পৌর ভোটেও ‘গেরুয়া চমক’

ভারতের হায়দরাবাদে পৌরসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতাসীন তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি (টিআরিএস) সবচেয়ে বেশি আসনে জিতলেও দ্বিতীয় দল হিসেবে উঠে আসা বিজেপির ভোট সবাইকে চমকে দিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2020, 09:30 AM
Updated : 5 Dec 2020, 09:42 AM

গতবারের পৌর নির্বাচনে গেরুয়া শিবির মাত্র ৪টি ওয়ার্ডে জয়লাভ করেছিল; এবার সে সংখ্যা তারা একলাফে ৪৮ এ নিয়ে গেছে বলে জানিয়েছে আনন্দবাজার।

টিআরএস সবচেয়ে বেশি ৫৫টি ওয়ার্ডে জিতলেও তাদের প্রাপ্ত ভোট ২০১৬ সালের চেয়ে প্রায় ৪০ শতাংশ কম, জানিয়েছে এনডিটিভি।

ভোটে তৃতীয় হয়েছে আসাদউদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলেমিন (এআইএমআইএম); তারা জিতেছে আগের মতোই ৪৪টি ওয়ার্ডে।

গণনা শেষ হওয়া ১৪৯টি আসনের মধ্যে কংগ্রেস পেয়েছে মাত্র দুটি। আগের বারও তাদের এ ফল ছিল।

ফলাফলে উন্নতি দেখাতে না পেরে তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস সভাপতির পদ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন উত্তমকুমার রেড্ডি।

হাই কোর্টের নির্দেশে একটি ওয়ার্ডের ভোট গণনা স্থগিত রয়েছে।

২০১৬ সালের পৌর নির্বাচনে টিআরএস ৯৯টি ওয়ার্ডে জিতেছিল; এবার তারা হারিয়েছে ৪৪টি, সমসংখ্যক ওয়ার্ড বেশি পেয়েছে বিজেপি।

পর্যবেক্ষকরা বলছেন, হায়দরাবাদে বিজেপি যে চমক দেখিয়েছে, তার পেছনে টিআরএসের প্রতি সাধারণ মানুষের অসন্তোষই মূল ভূমিকা রেখেছে।

টিআরএস আগেরবারের চেয়ে যে ৪০ শতাংশ ভোট কম পেয়েছে, তার প্রায় পুরোটাই বিজেপির পকেটে গেছে বলেও ধারণা তাদের।

তৃতীয় হওয়া এআইএমআইএম মাত্র ৫১টি ওয়ার্ডে প্রার্থী দিয়েই ৪৪টি জিতে নিয়েছে।

“ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়নি। ধারণার চেয়েও আমরা ২০-২৫টি আসন কম পেয়েছি। ১০-১২টি আসনে হেরেছি দুইশরও কম ভোটে। হতাশ হওয়ার কিছু নেই। আমরা এখনও একক বৃহত্তম দল,” বলেছেন তেলেঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও।

রামা রাজ্যের মুখ্যমন্ত্রী ও টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওয়ের ছেলে।

বিজেপি সভাপতি জেপি নাড্ডা হায়দরাবাদ পৌর নির্বাচনে দলের এমন অভাবনীয় ফলের জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন।

“হায়দরাবাদের জনগণ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ২০২৩ সালে তেলেঙ্গানার বিধানসভা নির্বাচনের ফল কি হবে। আমি এখন আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, তেলেঙ্গানার জনগণ দুর্নীতিগ্রস্ত কেসিআর সরকারকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে,” বলেছেন তিনি।