কৃষক বিক্ষোভ নিয়ে মন্তব্য: কানাডার রাষ্ট্রদূত তলব করে ভারতের প্রতিবাদ
>> রয়টার্স
Published: 04 Dec 2020 05:55 PM BdST Updated: 04 Dec 2020 06:34 PM BdST
ভারতের কৃষক বিক্ষোভ নিয়ে ক'দিন আগেই কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মন্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল দিল্লি। এবার কানাডার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে সেই মন্তব্যের প্রতিবাদ জানাল ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।
Related Stories
শুক্রবার মন্ত্রণালয় বলেছে, “ট্রুডোর মন্তব্য ভারতের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ। এতে দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক মারাত্মকভাবে ব্যাহত হবে।”
গত সোমবার শিখ ধর্মের প্রতিষ্ঠাতা গুরু নানকের ৫৫১তম জন্মদিন উপলক্ষে কানাডার শিখ সম্প্রদায়ের এক অনলাইন অনুষ্ঠানে অংশ নেন ট্রুডো। সেখানেই ভারতে চলমান কৃষক আন্দোলন নিয়ে তিনি বলেছিলেন, “পরিস্থিতি উদ্বেগজনক। আমরা সবাই তাদের পরিবার এবং বন্ধু-বান্ধবদের নিয়ে চিন্তিত।”
ট্রুডোর মতো একই মন্তব্য করেছিলেন কানাডার কনজারভেটিভ পার্টির এক নেতাও।ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “ভারতীয় কৃষকদের নিয়ে এমন মন্তব্য আমাদের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ; এটি মেনে নেওয়া যায় না।”
এই ধরনের মন্তব্যের কারণে কানাডায় ভারতীয় দূতাবাসের সামনে কট্টরপন্থিরা বিক্ষোভ করেছে এবং এ পরিস্থিতিতে ভারত সরকার সেখানকার কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়।
“আমরা আশা করব, কানাডা সরকার যে কোনও চরমপন্থি বিক্ষোভ বা আন্দোলন থেকে সেখানকার ভারতীয় দূতবাস ও এর কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করবে,” বলা হয়েছে মন্ত্রণালয়ের বিবৃতিতে।
কানাডার দূতাবাস এ ব্যাপারে কোনও মন্তব্য করেনি।
ভারতে আন্দোলনকারী কৃষকদের আলোচনায় বসায় আমন্ত্রণ সরকারের
ভারতে গত সপ্তাহ থেকেই চলছে কৃষক বিক্ষোভ। এবছর কার্যকর হওয়া ৩ কৃষি আইন বাতিলের দাবিতে পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড-সহ কয়েকটি রাজ্যের কৃষকরা ‘দিল্লি চল’ কর্মসূচিতে যোগ দিয়েছে।
অচলাবস্থা নিরসনে ভারত সরকার কৃষকদের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে।
-
মোদীর মায়ের কাছে পাঞ্জাবের কৃষকের খোলা চিঠি
-
উপহারের টিকা অগ্রাধিকারের প্রকাশ: জয়শঙ্কর
-
ভারতে ট্রাক চাপায় ১৫ ঘুমন্ত শ্রমিক নিহত
-
৬ দেশে টিকা পাঠাচ্ছে ভারত
-
ভারতে কোভিড-১৯ টিকা পাওয়া ৪৪৭ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া
-
ভারতে কোভিড-১৯ টিকা পাওয়া ৪৪৭ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া
-
শীতকালে কে-টুর চূড়ায় উঠে ইতিহাস গড়ল নেপালি পবর্তারোহীরা
-
কোভিড-১৯: অ্যাস্ট্রাজেনেকার টিকায় অনুমোদন পাকিস্তানের
-
ভারতের ৪ রাজধানী থাকা উচিত: মমতা বন্দ্যোপাধ্যায়
-
কৃষক আন্দোলন: মোদীর মায়ের কাছে পাঞ্জাবের কৃষকের খোলা চিঠি
-
উপহারের টিকা বাংলাদেশের জন্য ভারতের অগ্রাধিকারের প্রকাশ: জয়শঙ্কর
-
বন্ধুপ্রতীম ৬ দেশকে টিকা উপহার দিচ্ছে ভারত
-
ভারতে ট্রাক চাপায় ১৫ ঘুমন্ত শ্রমিক নিহত
-
ভারতে কোভিড-১৯ টিকা পাওয়া ৪৪৭ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- সাবেক এমপি পেলেন গৃহহীনদের ঘর
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- আলাভেসকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল
- এশিয়ার ‘মাদক সম্রাট’ আমস্টার্ডামে গ্রেপ্তার
- টিভি সূচি (রোববার, ২৪ জানুয়ারি ২০২১)
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর
- তামিম তাকিয়ে আরও ১০ পয়েন্টে