কাশ্মীরের কুলগামে সন্ত্রাসী হামলায় ৩ বিজেপি কর্মী নিহত

জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসী হামলায় ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ৩ কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2020, 07:00 AM
Updated : 30 Oct 2020, 07:00 AM

নিহতদের মধ্যে একজন বিজেপির স্থানীয় যুব সংগঠনের নেতা।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটের দিকে ওয়াইকে পোরার কাজিগুন্দ গ্রামে সন্ত্রাসীরা এ তিনজনের উপর গুলি চালায়।

তাৎক্ষণিকভাবে কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

নিহতদের মধ্যে ফিদা হুসেন ইয়াতু বিজেপির জেলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক। আর উমর রশিদ বেগ ও উমর রমজান হাজাম বিজেপি কর্মী।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

“দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলা থেকে ভয়াবহ খবর এসেছে। আমি দ্ব্যর্থহীনভাবে সন্ত্রাসী হামলায় ৩ বিজেপি কর্মীর পরিকল্পিত হত্যার নিন্দা জানাচ্ছি,” টু্ইটারে বলেছেন ওমর।

৩ বিজেপি কর্মী নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কাজিগুন্দ ও আশপাশের এলাকায় সন্ত্রাসীদের ধরতে ব্যাপক তল্লাশি চলছে।

কাশ্মীরে গত কয়েক মাস ধরেই বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনা বেড়ে গেছে।

জুলাইয়ে বান্দিপোরায় সন্ত্রাসীদের হামলায় বিজেপি নেতা শেখ ওয়াসিম, তার বাবা ও ভাই নিহত হয়েছিল।