পাকিস্তানের করাচিতে আবাসিক ভবনে বিস্ফোরণে নিহত ৫

পাকিস্তানের বৃহত্তম নগরী করাচিতে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2020, 07:42 AM
Updated : 22 Oct 2020, 07:42 AM

বুধবার নগরীর গুলশান ই ইকবাল এলাকায় এ ঘটনা ঘটে বলে পাকিস্তানের স্বেচ্ছাসেবী সংস্থা ঈধি ফাউন্ডেশনের কর্মকর্তাদের বরাতে জানিয়েছে ডন।

আহতদের ও নিহতদের মৃতদেহ নগরীর প্যাটেল হাসপাতালে নেওয়া হয়েছে বলে ওই কর্মকর্তারা জানিয়েছেন।

গণমাধ্যমে আসা ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণে ভবনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভবনের দ্বিতীয় তলার বিস্ফোরণের এ ঘটনা ঘটেছে বলে সন্দেহ করা হচ্ছে।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণে নিকটবর্তী ভবনগুলোর জানালা উড়ে গেছে এবং বেশি কিছু মোটর সাইকেল ধ্বংস ও অনেকগুলো গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইন প্রয়োগকারী সংস্থাগুলো এলাকাটি ঘিরে রেখেছে। বিস্ফোরণের কারণ বের করতে তদন্ত শুরু করেছে বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড।

প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের কারণ ‘গ্যাস লিকেজ’ হতে পারে, ঘটনাস্থলে আইইডির কোনো আলামত খুঁজে পাওয়া যায়নি।

স্কোয়াড ঘটনাস্থলে ধাতুর টুকরা ও একটি স্টোভের বার্নার পেয়েছে বলে ডন জানিয়েছে।