কোভিড-১৯: ভারতে টানা ৫ দিন ৫০ হাজারের বেশি রোগী শনাক্ত

নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা ভারতে টানা পাঁচ দিন ৫০ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 August 2020, 08:44 AM
Updated : 3 August 2020, 08:44 AM

সোমবার স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন ৫২ হাজার ৯৭২ জনের দেহে প্রাণঘাতী করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে।

সব মিলিয়ে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির এ দেশে সরকারি হিসাবেই আক্রান্তের সংখ্যা ১৮ লাখ পেরিয়ে গেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও দুটি রাজ্যের মুখ্যমন্ত্রীকেও এখন হাসপাতালে চিকিৎসা নিতে হচ্ছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। 

একদিনে নতুন ৭৭১ মৃত্যু নিয়ে ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যাও ৩৮ হাজার ছাড়িয়ে গেছে। মৃতদের মধ্যে দেশটির সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশের এক মন্ত্রীও আছেন।

প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর রোববার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পাকে হাসাপাতালে ভর্তি করা হয়। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবারজ সিং চৌহানকে আরও আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেলেও ভারত কোভিড-১৯ রোগী শনাক্তে পরীক্ষার পরিমাণ আগের তুলনায় কয়েকগুণ বাড়িয়েছে, করোনাভাইরাসের প্রতিষেধক পেতে তৎপরতাও চালাচ্ছে তারা।  

টুইটারে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার সম্ভাব্য ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়াল চালাতে  সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে অনুমোদন দিয়েছে। ভারতের এই সেরাম ইনস্টিটিউটই সংখ্যার বিচারে বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদক প্রতিষ্ঠান।

দেশটিতে সোমবার পর্যন্ত সরকারি হিসাবে কোভিড-১৯ এ মৃত ৩৮ হাজার ১৩৫ জনের মধ্যে মহারাষ্ট্রেই ১৫ হাজার ৫৭৬ জনের মৃত্যু হয়েছে। এ তালিকায় দিল্লিকে পেছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে তামিল নাডু। কর্ণাটক, গুজরাটেও মৃত্যু আড়াই হাজারের কাছাকাছি।

শনাক্ত রোগীর সংখ্যায়ও ভারতে প্রথম দুটি স্থান মহারাষ্ট্র ও তামিল নাডুর। গত কয়েকদিন ধরে দৈনিক ১০ হাজারের বেশি রোগী শনাক্ত হওয়া অন্ধ্রপ্রদেশ এখন আছে তৃতীয় স্থানে। এরপর দিল্লি,কর্ণাটক, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ ও তেলেঙ্গানার অবস্থান। 

পশ্চিমবঙ্গে রোববার রেকর্ড দুই হাজার ৭৮৪ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। সবমিলিয়ে রাজ্যটিতে ৭৫ হাজারের বেশি মানুষের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি মিলল।

২৪ ঘণ্টায় নতুন ৪৯ জন নিয়ে পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যাও এক হাজার ৬৭৮ এ দাঁড়িয়েছে বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

ভারতে সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে সোমবার পর্যন্ত ১১ লাখ ৮৬ হাজারের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। শনাক্ত রোগী অনুপাতে সুস্থতার এ হার প্রায় ৬৬ শতাংশ।