কোভিড-১৯: চারদিনে ২ লাখের বেশি রোগী শনাক্ত ভারতে

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা ভারতে মাত্র ৪ দিনেই দুই লাখেরও বেশি মানুষের দেহে কোভিড-১৯ এর উপস্থিতি মিলেছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2020, 09:58 AM
Updated : 1 August 2020, 09:58 AM

শনিবার স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৫৭ হাজার ১১৮ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৭৬৪ জনের।

আনন্দবাজার জানিয়েছে, ৩০ জানুয়ারি কেরালায় প্রথম রোগী শনাক্ত হওয়ার পর এখন পর্যন্ত দেশটিতে সরকারি হিসাবেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ৯৫ হাজার ৯৮৮তে দাঁড়িয়েছে। মৃত্যু ছাড়িয়েছে ৩৬ হাজার ৫০০।

দেশটিতে শনাক্ত রোগীর এক চতুর্থাংশই মিলেছে মহারাষ্ট্রে। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে করোনাভাইরাসে মৃত্যুও ১৫ হাজার ছুঁইছুঁই।

তামিল নাডুতে দুই লাখ ৪৫ হাজারের বেশি মানুষের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে; দক্ষিণের এ রাজ্যে মৃত্যু হয়েছে তিন হাজার ৯৩৫ জনের।

মৃত্যুতে ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে থাকা দিল্লিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা পৌঁছেছে এক লাখ ৩৫ হাজার ৫৯৮ জনে। রোগী সংখ্যায় এরই মধ্যে অন্ধ্র প্রদেশ দিল্লিকে ছাড়িয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে।

কর্নাটক, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, গুজরাট ও বিহারেও শনাক্ত রোগী এবং মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

শুক্রবার নতুন ২ হাজার ৪৯৬ জন নিয়ে পশ্চিমবঙ্গে শনাক্ত রোগী দাঁড়িয়েছে ৭০ হাজার ১৮৮ জনে। প্রাণঘাতী ভাইরাস এ রাজ্যের ৫৮১ জনের প্রাণও কেড়ে নিয়েছে।