করোনাভাইরাসে মৃত্যুতে ইতালিকে ছাড়াল ভারত

শনাক্ত কোভিড-১৯ রোগী সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা ভারতে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩৫ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 July 2020, 10:49 AM
Updated : 31 July 2020, 10:49 AM

দেশটিতে মাত্র দুইদিনে এক লাখেরও বেশি মানুষের দেহে প্রাণঘাতী এ ভাইরাসের উপস্থিতিও ধরা পড়েছে বলে আনন্দবাজার জানিয়েছে।

শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ড ৫৫ হাজার ৭৮ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে দেখা যাচ্ছে। আগের দিন এ সংখ্যা ছিল ৫২ হাজার ১২৩।

একদিনে আরও ৭৭৯ জনের মৃত্যু নিয়ে ভারতে সরকারি হিসাবেই কোভিড-১৯ এ  মোট মৃতের সংখ্যা ৩৫ হাজার ৭৪৭ এ দাঁড়িয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে ইতালিতে মৃত্যু হয়েছে ৭৫ হাজার ১৩২ জনের।

ইতালিকে টপকে ভারত এখন মৃত্যুর তালিকায় বিশ্বের দেশগুলোর মধ্যে পঞ্চম স্থানে উঠে এসেছে বলে জানিয়েছে আনন্দবাজার। ভারতের উপরে আছে কেবল যুক্তরাজ্য, মেক্সিকো, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।

ভারতে এখন প্রতিদিন রেকর্ড সংখ্যক শনাক্তকরণ পরীক্ষাও হচ্ছে। শুক্রবার সকালে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী সর্বশেষ ২৪ ঘণ্টায় রেকর্ড ৬ লাখ ৪২ হাজার ৫৮৮ জনের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্তে পরীক্ষা হয়েছে।

আনন্দবাজার জানিয়েছে, ভারতে শনাক্ত ১৬ লাখ ৩৮ হাজার ৮৭০ কোভিড-১৯ রোগীর মধ্যে এক চতুর্থাংশই মহারাষ্ট্রের। পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যটিতে বৃহস্পতিবার শনাক্ত রোগী চার লাখ ছাড়িয়েছে। দ্বিতীয় স্থানে থাকা তামিল নাডুতে রোগী দুই লাখ ৪০ হাজার ছুঁইছুঁই।

দিল্লিতে শনাক্ত রোগী এক লাখ ৩৪ হাজারের সামান্য বেশি হলেও গত কয়েকদিনে ভারতের এ রাজধানীতে সংক্রমণের নিম্নগতি দেখা যাচ্ছে।

ভারতের মধ্যে মৃত্যুতেও সবার উপরে মহারাষ্ট্র। কোভিড-১৯ রাজ্যটির ১৪ হাজার ৭২৯ জনের প্রাণ কেড়ে নিয়েছে। দিল্লিতে মৃত্যু হয়েছে তিন হাজার ৯৩৬ জনের; তিন হাজার ৮০০র বেশি মৃত্যু নিয়ে তার পেছনেই আছে তামিল নাডু। আড়াই হাজারের কাছাকাছি মৃত্যু নিয়ে এর পরেই আছে গুজরাট।

লকডাউন শিথিলের পর থেকে ভারতে সরকারি হিসাবে রোগী ও মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়লেও আক্রান্তদের মধ্যে সুস্থতার হার কর্মকর্তাদের স্বস্তি দিচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত ১০ লাখ ৫৭ হাজার ৮০৫ জন আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৭ হাজার ২২৩ জন।

বৃহস্পতিবার একদিনে সবচেয়ে বেশি শনাক্ত রোগী ও মৃত্যু দেখল পশ্চিমবঙ্গ। এদিন রাজ্যটিতে রেকর্ড ২ হাজার ৪৩৪ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি মিলেছে, মৃত্যু হয়েছে ৪৬ জনের।