সোনার মাস্ক পরে আলোচনায় ভারতীয়

করোনাভাইরাস মহামারীর মধ্যে বিশ্বজুড়ে নানা রং-ঢংয়ের মাস্কের ভিড়ে সোনা দিয়ে বানানো মাস্ক নিয়ে হাজির হলেন একজন ভারতীয়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2020, 02:29 PM
Updated : 4 July 2020, 02:44 PM

মহারাষ্ট্র রাজ্যের পুনের বাসিন্দা শঙ্কর কুরাদের (৪৮) এই মাস্ক নিয়ে ব্যাপক আলোচনা চলছে। মাস্কটি পরা অবস্থায় তার ছবি ও ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

শঙ্কর বলছেন, ৫০ গ্রাম ওজনের এই মাস্কের জন্য দুই লাখ ৮৯ হাজার রুপি (৩৮৭০ ডলার) ব্যয় করেছেন।

তিনি বলেন, মাস্কটি পাতলা এবং এতে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র রয়েছে যাতে শ্বাস-প্রশ্বাসে কোনো সমস্যা না হয়। তবে করোনাভাইরাস প্রতিরোধে এই মাস্ক কাজ করবে কি না সে বিষয়ে নিশ্চিত নন।  

সোনার মাস্ক ছাড়াও তার গলায় সোনার চেইন, হাতে সোনার ব্রেসওলেট এবং বড় বড় আংটি দেখা গেছে।

শঙ্করের পেশা সম্পর্কে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে শনিবারই ভারতে একদিনে সর্বাধিক সংখ্যক ২২ হাজার ৭৭১ জনের করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেশী দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৬ লাখ ৪৮ হাজার ৩১৫ জন। নতুন করে ৪৪২ জনের মৃত্যুতে এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৫৫ জনে।