কাশ্মীরে গোলাগুলিতে ‘কমান্ডার’সহ ৩ বিচ্ছিন্নতাবাদী নিহত

ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2020, 09:52 AM
Updated : 29 June 2020, 10:29 AM

এদের মধ্যে হিজবুল মুজাহিদিনের এক কমান্ডারও রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

সোমবার সকালে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলটির অনন্তনাগে গোলাগুলির এ ঘটনা ঘটে। এ সময় ভারতের সেনাবাহিনী, আধা-সামরিক বাহিনী (সিআরপিএফ) ও জম্মু-কাশ্মীর পুলিশের সম্মিলিত বাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের ব্যাপক গুলি বিনিময় হয়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, নিহত হিজবুল কমান্ডারের নাম মাসুদ আহমেদ ভাট এবং সে দক্ষিণ কাশ্মীরের ডোডা জেলার বাসিন্দা ছিল বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ। নিহত অপর দুই বিচ্ছিন্নতাবাদী লস্কর ই তৈয়বার সদস্য ছিল বলে জানিয়েছে তারা।

কমান্ডার মাসুদ ডোডা জেলায় বেঁচে থাকা শেষ বিচ্ছিন্নতাবাদী ছিলেন এবং তার মৃত্যুতে জেলাটি পুরোপুরি বিচ্ছিন্নতাবাদী মুক্ত হয়েছে বলে দাবি করেছে পুলিশ।

অনন্তনাগের খুলচোহার এলাকায় এ অভিযান শেষে ঘটনাস্থল থেকে একটি একে সিরিজের রাইফেল ও দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে।

জম্মু ও কাশ্মীর পুলিশের প্রধান দিলবাগ সিং জানিয়েছেন, পুলওয়ামা জেলার তরল এলাকা থেকে হিজবুল মুজাহিদিনকে ‘নিশ্চিহ্ন’ করে দেওয়া হয়েছে এব্ং দক্ষিণ কাশ্মীর থেকে বিচ্ছিন্নতাবাদীদের ‘নিশ্চিহ্ন’ করাই তাদের লক্ষ্য।

চলতি বছর জম্মু ও কাশ্মীরে শতাধিক জঙ্গিকে ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা গত সপ্তাহে জানিয়েছিলেন।