ভারতে করোনাভাইরাস আক্রান্ত ৬শ’ ছাড়াল, মৃত ১২

ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৬ জনে। তামিলনাড়ু ও মধ্যপ্রদেশে আরো দুইজনের মৃত্যু নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 05:06 PM
Updated : 25 March 2020, 05:23 PM

‘ইন্ডিয়া টুডে’ জানায়, বুধবার ভারতজুড়ে নতুন প্রায় ৯০ জন করোনাভাইরাস আক্রান্ত হওয়া নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬ শ’ পেরিয়েছে।

এই নতুন আক্রান্তদেরকে পাওয়া গেছে মিজোরাম, মহারাষ্ট্র, গুজরাট ও মধ্যপ্রদেশে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের হিসাবে, মঙ্গলবার একদিনেই ভারতে নতুন আক্রান্ত হয়েছে ৫২ জন।

আর ভারতজুড়ে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে কেরালা। সেখানে ১০৯ জন আক্রান্ত হয়েছেন। এরপরই আছে মহারাষ্ট্র।সেখানে ১০১ জন আক্রান্ত হয়েছে।

অন্যদিকে, তামিলনাড়ুতে বুধবার করোনাভাইরাস সংক্রমণে প্রথম মৃত্যু হয়েছে । সেখানে হাসপাতালে মৃত্যু হয় ৫৪ বছরের এক ব্যক্তির।

ওদিকে, মধ্যপ্রদেশেও হাসপাতালে মারা গেছে ৬৫ বছরের একজন। তবে এ মৃত্যুর মধ্যেও স্বস্তির খবর হচ্ছে, দেশটিতে অন্তত ৪০ জন এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

সংক্রমণ ঠেকাতে আগে থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে লকডাউন, কারফিউ জারি ছিল। তা কার্যকর ছিল ৩১ মার্চ পর্যন্ত।

কিন্তু মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতজুড়ে আরো ২১ দিনের লকডাউন ঘোষণা করেন। এ সময়ে সবাইকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।