ভারতে করোনাভাইরাসে চতুর্থ মৃত্যু, আক্রান্ত বেড়ে ১৭৩

ভারতে করোনাভাইরাসে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। এবার পঞ্জাবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2020, 02:17 PM
Updated : 19 March 2020, 05:02 PM

পঞ্জাবে নওয়াশহরের ৭২ বছরের ওই বৃদ্ধ জার্মানি ও ইতালি সফর করেছিলেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। তার মৃত্যু হয়েছিল আগেই।

বৃহস্পতিবার মেডিকেল রিপোর্ট আসার পর জানা গেছে, তার শরীরে করোনাভাইরাস ছিল। নওয়াশহরের একটি হাসপাতালেই প্রচণ্ড বুকে ব্যাথা নিয়ে বৃদ্ধর মৃত্যু হয়। তার দেহের নমুনা পরীক্ষাতেই মিলেছে করোনাভাইরাস।

এর আগে করোনাভাইরাসে তিনজনের মৃত্যু হয়েছে ভারতের কর্ণাটক, দিল্লি ও মহারাষ্ট্রে।

প্রাণঘাতী এ ভাইরাসে ইতোমধ্যে আক্রান্তর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭৩ জনে। উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ুতে নতুন করে কয়েক জন সংক্রামিত হয়েছেন। গোটা দেশের হিসাবে মহারাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণ এখন পর্যন্ত সর্বাধিক।

গবেষকদের আশঙ্কা আগামী চতুর্থ এবং পঞ্চম সপ্তাহে পরিস্থিতি আরও জটিল হবে। চণ্ডীগড়েও প্রথম করোনাভাইরাস আক্রান্ত ধরা পড়েছে। করোনাভাইরাসের বিস্তার রুখতে জমায়েতে রাশ টানার পথে হাঁটছে বিভিন্ন রাজ্য প্রশাসন।

উত্তরপ্রদেশ, রাজস্থান-সহ বিভিন্ন  রাজ্যের কিছু কিছু জায়গায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। কাশ্মীরে ট্রেন পরিষেবা আপাতত বন্ধ রাখা হচ্ছে। বন্ধ করা হয়েছে তিরুপতি মন্দিরও।