ভারতে আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে ১০৭

ভারতে একরাতের ব্যবধানেই নভেল করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 March 2020, 10:25 AM
Updated : 15 March 2020, 10:25 AM

শনিবার রাত পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ৮০-র ঘরে। কিন্তু রোববার সকালেই তা ১০০ পেরিয়ে যায়। আক্রান্তদের মধ্যে ১৭ জন বিদেশিও আছেন।

মহারাষ্ট্রের পরিস্থিতি সবচেয়ে খারাপ। সেখানে আক্রান্ত হয়েছে ৩১ জন। এর আগে নতুন যে ১৪ জন আক্রান্ত হয়েছিলেন তাদেরও সবাই মহারাষ্ট্রের বলে জানিয়েছে এনডিটিভি।

 এরপরই আছে কেরালা। সেখানে আক্রান্ত হয়েছেন ২২ জন। উত্তরপ্রদেশে ১১। হরিয়ানায় আক্রান্ত ১৪ জনের সবাই বিদেশি।

দিল্লিতে আক্রান্ত হয়েছে সাত জন। তাদের মধ্যে দু’জনের মৃত্যু হয়েছে। অধিকাংশ স্কুল-কলেজ বন্ধ রয়েছে। বহু অফিসের কাজকর্মই চলছে বাসা থেকে। বন্ধ রয়েছে সিনেমা হলও।

নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যুই উদ্বেগ বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের। একারণে শুক্রবারই করোনাভাইরাস সংক্রমণকে বিপর্যয় ঘোষণা করা হয়েছে।

মৃতদের পরিবারগুলোকে ৪ লাখ রূপি ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছে কেন্দ্র। যদিও সরকারি ঘোষণার বয়ানে এই টাকার কোনও উল্লেখ পাওয়া যায়নি।