ভারতের রাজস্থানে বরযাত্রার বাস নদীতে, নিহত ২৫

ভারতের রাজস্থানে বরযাত্রার একটি বাস নদীতে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২৫ জন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Feb 2020, 09:05 AM
Updated : 26 Feb 2020, 09:05 AM

বুধবার স্থানীয় সময় সকালে বুন্দি জেলার কোটা-দৌসা মহাসড়কের একটি সেতু থেকে বাসটি নদীতে পড়ে যায়, বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

লেখারি থানার সহকারী পুলিশ পরিদর্শক রাজেন্দ্র কুমার ফোনে পিটিআইকে জানান, বুধবার ভোরে ২৮ জন যাত্রী নিয়ে বাসটি কোটা থেকে সাওয়াই মধুপুরের দিকে যাচ্ছিল, পথে পাপড়ি গ্রামের কাছে মেজ নদীর সেতুতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নদীতে পড়ে যায়। 

নদীর সেতুটিতে কোনো রেলিং নেই না বলে জানিয়েছেন তিনি।

ঘটনাস্থলেই ১৩ জনের মৃত্যু হয়। অন্যানরা হাসপাতালে নেয়ার পথে কিংবা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহতদের মধ্যে ১০ জন নারী ও অন্তত ৩টি শিশুও আছে বলে নিশ্চিত করেছেন রাজেন্দ্র কুমার।

স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে লেখারি সরকারি হাসপাতালে এবং পরে গুরুতর আঘাতপ্রাপ্তদের কোটা সরকারি হাসপাতালে নেওয়া হয়।

এ দুর্ঘটনায় ২৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে এক টুইটে গভীর শোক প্রকাশ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেলত।