ভারতে পা রেখেই প্রতিরক্ষা চুক্তির ঘোষণা ট্রাম্পের

ভারতে পা রেখেই প্রতিরক্ষা চুক্তির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সরকারিভাবে যার ঘোষণা আগে দেওয়া ছিল না।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2020, 03:46 PM
Updated : 24 Feb 2020, 03:46 PM

আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মঙ্গলবার ২৪টি মার্কিন এমএইচ-৬০ হেলিকপ্টার কেনার চুক্তিতে সই করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ট্রাম্প। তাছাড়া, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-মার্কিন সম্পর্ক আরও শক্তিশালী করারও বার্তা দিয়েছেন ট্রাম্প।

ভারত-মার্কিন দ্বিপক্ষীয় বাণিজ্যে সংঘাতের আবহে অস্বস্তি কাটাতে দু’দেশের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি হচ্ছে। মঙ্গলবার এতে সই করবেন মোদী ও ট্রাম্প।

তার আগে মোতেরা স্টেডিয়ামে সোমবার মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘‘আনন্দের সঙ্গে ঘোষণা করছি, আগামীকাল ৩ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি হচ্ছে। সামরিক হেলিকপ্টার ও অন্যান্য সরঞ্জাম কেনা-বেচার চুক্তি হবে।’’

হেলিকপ্টার চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে ভারত যে হেলিকপ্টারগুলো কিনবে সেগুলো ব্যবহার করবে ভারতীয় নৌবাহিনী।

জলসীমায় নজরদারি, ডুবোজাহাজের উপস্থিতি, তল্লাশি ও উদ্ধার কাজে দক্ষ এসমস্ত কপ্টার। বর্তমানে এ কাজে ব্যবহার হয় ৪৯ বছর আগের ব্রিটিশ হেলিকপ্টার ‘সি কিং’। নতুন মার্কিন কপ্টার দিয়ে পুরোনো কপ্টারগুলো ধাপে ধাপে সরিয়ে দেওয়া হবে।