গান্ধীর আশ্রমে গিয়ে গান্ধীকেই ভুললেন ট্রাম্প

ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রাণপুরুষ মহাত্মা গান্ধীর সবরমতি আশ্রমে গিয়ে গান্ধীকে ভুলে ‘অপূর্ব সফর’ এর জন্য ‘মহান বন্ধু প্রধানমন্ত্রী মোদীকে’ ধন্যবাদ দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2020, 11:25 AM
Updated : 24 Feb 2020, 11:25 AM

সোমবার দুই দিনের সরকারি সফরে ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও কন্যা ইভাঙ্কাসহ পরিবারের সদস্য ও শতাধিক সফরসঙ্গী নিয়ে ভারতে গিয়েছেন ট্রাম্প।

গুজরাটের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল বিমানবন্দরে নেমে সেখানে থেকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মহাত্মা গান্ধীর স্মৃতি বিজরিত সবরমতি আশ্রমে যান তিনি। এই আশ্রমে গুজরাটে জন্মগ্রহণকারী ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী ১৩ বছর বসবাস করেছিলেন।

এখানে ট্রাম্প ও মেলানিয়া হাত দিয়ে চরকা কাটার চেষ্টা করেন। ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় গান্ধী বিদেশি কাপড়ের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে চরকা কেটে কাপড় বোনার এই ধারাটি জনপ্রিয় করে তুলেছিলেন। তারপর থেকে এই চরকা ভারতের অন্যতম জাতীয় প্রতীকে পরিণত হয়।

মোদী ট্রাম্পকে সবরমতি আশ্রমের বিভিন্ন অংশ ঘুরে দেখান। তাদের চারকার ইতিহাস অবহিত করেন। গান্ধীর স্মারকচিহ্ন হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ‘তিন জ্ঞানী বানর’ এর মার্বেল মূর্তি উপহার দেন। 

আশ্রমে মহাত্মা গান্ধীর একটি ছবিতে ফুলের মালা দেন ট্রাম্প ও মেলানিয়া। কিন্তু পূর্বসূরী প্রেসিডেন্ট বারাক ওবামার মতো আশ্রমের স্মারক বইতে গান্ধীর প্রতি শ্রদ্ধা জানিয়ে কোনো মন্তব্য করেননি।

২০১০ সালে ভারত সফরের সময় এই আশ্রম পরিদর্শনে এসে ওবামা লিখেছিলেন, “গান্ধীর জীবনের এসব স্মারক দেখার সুযোগ পেয়ে আশা ও অনুপ্রেরণায় পূর্ণ হয়েছি আমি। তিনি শুধু ভারতের নায়ক ছিলেন না, পুরো বিশ্বের নায়ক ছিলেন।” 

কিন্তু স্মারক বইতে লেখা মন্তব্যে গান্ধীর বিষয়ে কোনো মন্তব্যই করেননি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট।