ভারতে বাসের সঙ্গে কন্টেইনারের সংঘর্ষে নিহত ১৯

ভারতের তামিল নাডু রাজ্যে লরি থেকে খুলে আসা কন্টেইনারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১৯ জন নিহত হয়েছে। 

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2020, 07:12 AM
Updated : 20 Feb 2020, 07:14 AM

রাজ্যটির তিরুপুর মহাসড়কে বৃহস্পতিবার ভোররাত সোয়া ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

ধ্বংসস্তূপের নিচে কয়েকজন চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে, জানিয়েছে এনডিটিভি।

আহত ২৩ জনকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা পুলিশের।বাসটির অধিকাংশ যাত্রীই কেরালার বাসিন্দা। 

কেরালার পরিবহন মন্ত্রী একে সাসীন্দ্রন জানিয়েছেন, রাজ্য সরকার পরিচালিত ভলভো বাসটি কর্নাটকের বেঙ্গালুরু থেকে তামিল নাডু হয়ে কেরালার এরনাকুলাম যাচ্ছিল। বাসটির যাত্রী ধারণক্ষমতা ৫০ জনের বেশি। 

এনডিটিভি জানিয়েছে, দুর্ঘটনায় সাদা রঙের যাত্রীবাহী বাসটির ডান পাশ দুমড়ে মুচড়ে গেছে; চালকের বসার আসনটি চুরমার হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাসটিকে একপাশে হেলে থাকতে দেখা গেছে।

স্থানীয় গণমাধ্যম বলছে, তীব্র গতিতে ছুটতে থাকা মালবাহী লরির চাকা ফেটে যাওয়ার পর কন্টেইনারটি ছিটকে রাস্তা দিয়ে ছুটে গিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের গায়ে ধাক্কা দেয়।

এখনও ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঘটনাস্থলে থাকা উদ্ধারকর্মীরা।

কন্টেইনারবাহী লরিটি তামিল নাডুর কোইমবাটোর থেকে এসেছিল। দুর্ঘটনার পর থেকে এর চালক পলাতক বলে পুলিশ জানিয়েছে।