পাঞ্জাবে স্কুল মাইক্রোবাসে আগুন, পুড়ে ৪ শিশুর মৃত্যু

ভারতের পাঞ্জাব রাজ্যে স্কুলের শিশুদের বহনকারী একটি মাইক্রোবাসে আগুন লেগে চার শিশু পুড়ে মারা গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Feb 2020, 01:11 PM
Updated : 15 Feb 2020, 01:11 PM

শনিবার রাজ্যটির সানগ্রুর জেলায় এ ঘটনা ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ওই মাইক্রোবাসে ১২টি শিশু ছিল, তারা স্কুল থেকে ফিরছিল। আট জনকে উদ্ধার করা হয়েছে।

পুলিশকে উদ্ধৃত করে বার্তা সংস্থা পিটিআই জানায়, সানগ্রুর জেলার লঙ্গোভাল-সিডসামাজার সড়কে ঘটনাটি ঘটেছে। 

একজন হাকিমের নেতৃত্বে ঘটনাটি তদন্ত করার নির্দেশ দিয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

এক টুইটে তিনি বলেন, “সানগ্রুর থেকে আসা খবর জেনে খুব দুঃখভারাক্রান্ত হয়েছি। সেখানে স্কুল ভ্যানে আগুন লাগায় ৪ শিশুকে হারিয়েছি আমরা। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

“হাকিমের নেতৃত্বে তদন্তের নির্দেশ দিয়েছি। দোষীদের কঠোর শাস্তি দেয়া হবে।”

পুলিশ জানিয়েছে, সড়কের আশপাশের ক্ষেতে কর্মরত লোকজন আট শিশুকে নিরাপদে গাড়ির বাইরে নিয়ে আসতে সক্ষম হয়। আগুন লাগার পর চালক মাইক্রোবাসটির দরজা খুলতে চেষ্টা করলেও খুলতে ব্যর্থ হন।