একাত্তরের বন্ধু ডা. রথীন দত্ত আর নেই

একাত্তরে অক্লান্তভাবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দেওয়া ভারতের প্রখ্যাত সার্জন রথীন দত্ত মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2020, 04:11 PM
Updated : 28 Jan 2020, 04:11 PM

৮৯ বয়সী এই চিকিৎসক দীর্ঘ দিন অসুস্থ ছিলেন। সোমবার কলকাতায় তার মৃত্যু হয় বলে ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

একাত্তরে অসামান্য অবদানের জন্য ২০১২ সালে ডা. রথীন দত্তকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা দেয় বাংলাদেশ সরকার। ১৯৯২ সালে প্রখ্যাত এই চিকিৎসককে পদ্মশ্রী পদকে ভূষিত করে ভারত সরকার।

১৯৩১ সালে আসামের মাঙ্গালদোয় জন্ম নেওয়া ডা. রথীন দিব্রুগড় মেডিকেল কলেজ থেকে পাস করেন। পরে লন্ডনে এফআরসিএস করেন তিনি। ১৯৯২ সাল পর্যন্ত ত্রিপুরার হেলথ সার্ভিসের পরিচালক ও স্পেশাল সেক্রেটারি ছিলেন তিনি।

ডা. রথীন দত্ত অগণিত মানুষের জীবন বাঁচিয়েছেন বলে ত্রিপুরার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

তার মৃত্যুতে শোক জানিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, “তিনি ছিলেন একজন কিংবদন্তিতুল্য সার্জন এবং ত্রিপুরা হেলথ সার্ভিসের একজন দক্ষ প্রশাসক। তার নেতৃত্বেই ত্রিপুরায় চিকিৎসা অবকাঠামো গড়ে ওঠে।

“১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার মানবিক ভূমিকার জন্য তিনি ভারত ও বাংলাদেশ উভয় দেশে পরিচিত ছিলেন।”/