ভারতে ‘২ শিশুকে শতবর্ষী বানানো’ গ্রাম কর্মকর্তাদের বিরুদ্ধে মামলার নির্দেশ

অভিভাবকরা ঘুষ না দেওয়ায় উত্তর প্রদেশের দুই ও চার বছর বয়সী দুই শিশুর জন্ম নিবন্ধনে তাদের বয়স যথাক্রমে ১০২ ও ১০৪ বানিয়ে দেওয়ার অভিযোগ ওঠা দুই গ্রাম কর্মকর্তার বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছে ভারতের একটি আদালত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2020, 10:13 AM
Updated : 22 Jan 2020, 10:19 AM

গত সপ্তাহে বেরিলির আদালত গ্রাম উন্নয়ন কর্মকর্তা সুশীল চান্দ অগ্নিহোত্রী ও গ্রাম প্রধান প্রভীন মিশ্রের বিরুদ্ধে জন্মনিবন্ধনে জালিয়াতির অভিযোগে মামলার আদেশ দেয় বলে এনডিটিভি জানিয়েছে।

উত্তর প্রদেশের পুলিশ কর্মকর্তা তেজপাল সিং জানান, দুই বছর বয়সী সংকেত ও চার বছর বয়সী শুভর জন্মনিবন্ধন করাতে তার চাচা পবন কুমার দুই মাস আগে অনলাইনে আবেদন করেছিলেন। নিবন্ধন তুলতে গেলে সুশীল ও প্রভীন জনপ্রতি নিবন্ধনে ৫০০ রুপি করে ঘুষ চান; পবন রাজি না হলে ক্ষিপ্ত দুই কর্মকর্তা দুই শিশুর জন্মের তারিখ বদলে দেন বলে আদালতে অভিযোগ করা হয়।

পবন জানান, দুই গ্রাম কর্মকর্তার কূটচালে জন্মনিবন্ধনে ২০১৬ সালে জন্ম নেওয়া শুভর জন্মের তারিখ দেখানো হয় ১৩ জুন, ১৯১৬; ২০১৮ সালে জন্ম নেওয়া সংকেতের জন্ম তারিখ হয়ে যায় ৬ জানুয়ারি, ১৯১৮।

শুক্রবার বেরিলির আদালত পবনের অভিযোগ আমলে নেয়। অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

সুশীল ও প্রভীনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।