তুষার ধসে চাপা পড়ে কাশ্মীরে ভারতের ৩ সৈন্য নিহত, নিখোঁজ ১

জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর একটি পোস্টে তুষার ধসের আঘাতে তিন সৈন্য নিহত ও অপর একজন নিখোঁজ হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2020, 08:41 AM
Updated : 14 Jan 2020, 08:41 AM

সোমবার অঞ্চলটির কুপওয়ারা জেলার মাচিল সেক্টরে ঘটনাটি ঘটেছে বলে এনডিটিভি জানিয়েছে।

ওই দিন স্থানীয় সময় দুপুর ১টার দিকে তুষার ধসের এ ঘটনা ঘটে। এতে আহত আরেক সৈন্যকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একই অঞ্চলের গানদেরবাল জেলার সোনমার্গে আরেকটি তুষার ধসের ঘটনায় পাঁচ বেসামরিক নিহত ও আরও নয় জন আহত হয়েছেন। সারারাত ধরে উদ্ধারকাজ চালিয়ে আরও চার জনকে উদ্ধার করা হয় বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

টানা ৪৮ ঘণ্টা ধরে ভারি তুষারপাতের পর উত্তর কাশ্মিরের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি তুষার ধসের ঘটনা ঘটে। এসব ঘটনার পর বহু সৈন্যকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়। 

সোমবার বারামুল্লা জেলায় কোমর সমান তুষারের মধ্যে দুই কিশোরী আটকা পড়ার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বলে কর্মকর্তারা জানিয়েছেন।